ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ব্রেভিসের অন্তর্ভুক্তিতে নিয়ম লঙ্ঘন অভিযোগের ব্যাখ্যা দিল চেন্নাই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০৫:৩১ পিএম
দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ডেওয়াল্ড ব্রেভিস। ছবি- সংগৃহীত

আইপিএল ২০২৫-এর মাঝ-মৌসুমে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ডেওয়াল্ড ব্রেভিসকে দলে নেওয়া নিয়ে বিতর্কের মুখে পড়েছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)।

ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের এক মন্তব্যের পর বিষয়টি সামনে আসে, যেখানে তিনি দাবি করেন যে ব্রেভিসকে দলে নিতে সিএসকেকে ‘অতিরিক্ত অর্থ’ গুনতে হয়েছে।

তবে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন জানিয়ে সিএসকে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে, যেখানে তারা এই চুক্তিকে আইপিএল নিয়মাবলীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে দাবি করেছে।

বিতর্কের সূত্রপাত হয় যখন অশ্বিন তার ইউটিউব চ্যানেলে বলেন, ব্রেভিসকে দলে নেওয়ার জন্য কয়েকটি দল আগ্রহী ছিল, কিন্তু তাদের বাজেট সীমার বাইরে থাকায় শেষ পর্যন্ত তিনি সিএসকেতে যোগ দেন।

অশ্বিন আরও বলেন, ব্রেভিসের হয়তো এমন একটি শর্ত ছিল যে, যদি তিনি এই মৌসুমে খেলেন, তাহলে তার পরবর্তী নিলামের মূল্য আরও বাড়বে।

তবে সিএসকের পক্ষ থেকে এই দাবি সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ইনজুরিতে থাকা পেসার গুরজাপনিত সিং-এর পরিবর্তে ব্রেভিসকে দলে নেওয়া হয়েছে এবং চুক্তির পরিমাণ ছিল ২.২ কোটি টাকা।

এটি মূলত গুরজাপনিতের নিলাম মূল্যের সমান। চেন্নাই তাদের বক্তব্যে আইপিএল প্লেয়ার রেগুলেশন ২০২৫-২৭-এর ধারা ৬.৬-এর ওপর জোর দিয়েছে, যেখানে স্পষ্ট বলা আছে যে, "মধ্যমৌসুমে কোনো রিপ্লেসমেন্ট খেলোয়াড় নেওয়া হলে, তার ম্যাচভিত্তিক ফি হিসাব করে পরিশোধ করতে হবে এবং তা মূল খেলোয়াড়ের চুক্তির ফি অতিক্রম করতে পারবে না।

ফ্র্যাঞ্চাইজিটি আরও উল্লেখ করেছে, আইপিএল কর্তৃপক্ষ ১৮ এপ্রিল ২০২৫-এর একটি মিডিয়া অ্যাডভাইজরি-তে স্পষ্টভাবে জানিয়েছিল যে ব্রেভিসের চুক্তি নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে।