ক্রিকেট ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায়, ২৫ আগস্ট ছিলো অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। বিভিন্ন বছর, ভিন্ন ভিন্ন মাঠ ও ক্রিকেট মহাতারকার কীর্তি গেঁথে আছে এই দিনের পাতায়।
এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ক্রিকেট ইতিহাসে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো।
হেডিংলেতে ‘নতুন বোথাম’ বেন স্টোকস (২০১৯)
ইংল্যান্ডের হেডিংলেতে ক্রিকেট ইতিহাসের এক অবিশ্বাস্য অধ্যায় রচনা করেছিলেন বেন স্টোকস। যেন ১৯৮১ সালের ইয়ান বোথামের কিংবদন্তি ইনিংসের পুনরাবৃত্তি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৭ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৩৫৯ রানের অসম্ভব লক্ষ্য তাড়া করছিল ইংল্যান্ড।
চতুর্থ দিনে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ১৫৬/৩। সেখান থেকে স্টোকসের ব্যাটে ভর করে জনি বেয়ারস্টোর সঙ্গে ৮৬ রানের জুটি আশার আলো জ্বালায়। তবে মাঝের উইকেটগুলো দ্রুত হারিয়ে শেষ জুটিতে ভরসা হয়ে মাঠে নামেন জ্যাক লিচ।
৭৬ মিনিট লড়াই করে তিনি করেন মাত্র ১ রান, অন্যদিকে স্টোকস খেলেন এক মহাকাব্যিক ১৩৫ রানের অপরাজিত ইনিংস। নাথান লায়নকে রিভার্স-সুইপ করে ছক্কা হাঁকানো, রান-আউটের মিস আর এলবিডব্লিউ রিভিউ—সব মিলিয়ে রোমাঞ্চে ভরা এক লড়াই।
শেষ পর্যন্ত চার মেরে ম্যাচ শেষ করেন স্টোকস। টেস্ট ইতিহাসে প্রথমবার কোনো দল ৭০ রানের নিচে গুটিয়ে যাওয়ার পরও জয় পেল।
অ্যান্টিগায় বুমরাহর ঝড় (২০১৯)
আজকের দিনই অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১০০ রানে গুটিয়ে দেন জসপ্রিত বুমরাহ। ৫ উইকেট নেন মাত্র ৭ রানে। এই কীর্তিতে তিনি প্রথম এশীয় বোলার হিসেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজে পাঁচ উইকেট নেওয়ার অনন্য নজির গড়েন।
মাত্র ১১ টেস্টেই এই কীর্তি সম্পন্ন হয়। ভারতের পক্ষে অজিঙ্কা রাহানের সেঞ্চুরি আর হনুমা বিহারির ৯৩ রানের ইনিংস বড় লিড গড়তে সাহায্য করে।
অ্যান্ডারসনের ৬০০ উইকেট (২০২০)
৩৮ বছর বয়সেও থামেননি জেমস অ্যান্ডারসন। সাউদাম্পটনে পাকিস্তানের আজহার আলিকে আউট করে টেস্ট ইতিহাসের প্রথম পেসার হিসেবে স্পর্শ করেন ৬০০ উইকেটের মাইলফলক।
এর আগে কেবল তিন স্পিনার—মুরালিধরন, ওয়ার্ন ও কুম্বলে—এই উচ্চতায় পৌঁছেছিলেন। এক বছর পর তিনি হয়ে যান ২১শ শতাব্দীতে অভিষেক হওয়া প্রথম ক্রিকেটার, যিনি নেন ১০০০ প্রথম শ্রেণির উইকেট।
সাইমন্ডসের ছক্কার ঝড় (১৯৯৫)
মাত্র ২০ বছর বয়সে গ্লস্টারশায়ারের হয়ে খেলতে নেমে অ্যান্ড্রু সাইমন্ডস ঝড় তুলেছিলেন। গ্ল্যামরগানের বিপক্ষে ২৫৪ রানের ইনিংসে হাঁকান ১৬টি ছক্কা, যা ছিল তখনকার বিশ্বরেকর্ড।
দ্বিতীয় ইনিংসেও মারেন আরও ৪টি ছক্কা। মোট ২০ ছক্কায় গড়া ম্যাচ ইনিংস ছিল এক বিস্ময়।
দুলীপ মেন্ডিসের জন্ম (১৯৫২)
আজকের দিনে জন্মেছিলেন শ্রীলঙ্কার প্রথম টেস্ট জয়ী অধিনায়ক দুলীপ মেন্ডিস। ১৯৮৫-৮৬ মৌসুমে ভারতের বিপক্ষে কলম্বোয় তার নেতৃত্বে শ্রীলঙ্কা পায় প্রথম টেস্ট জয়।
ব্যাট হাতে ছিলেন নির্ভরযোগ্য—১৯৮২-৮৩ সালে চেন্নাই টেস্টে করেন দুই ইনিংসেই সমান ১০৫ রান।
স্ট্যান ম্যাককেবের মৃত্যু (১৯৬৮)
অস্ট্রেলিয়ার ব্যাটিং মহাতারকা স্ট্যান ম্যাককেবের মৃত্যুদিনও আজ। বডিলাইন সিরিজে সিডনিতে তার ১৮৭ রানের ইনিংস ছিল ইংলিশ বোলিং আক্রমণের বিরুদ্ধে কিংবদন্তি প্রতিবাদ।
১৯৩৮ সালে ট্রেন্ট ব্রিজে ২৩২ রানের ঝড়ো ইনিংস দেখে ব্র্যাডম্যান নিজে সতীর্থদের বলেছিলেন, ‘এটা দেখা না হলে আফসোস থাকবে।’
আলো নিয়ে বিতর্কে শেষ হলো অ্যাশেজ (২০১৩)
ওভালে ২০১৩ সালের অ্যাশেজের শেষ দিনটা রঙিন হতে পারত, কিন্তু শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায় আলো সমস্যায়। মাইকেল ক্লার্ক ২২৭ রানের টার্গেট দেন ৪৪ ওভারে।
কেভিন পিটারসেন দ্রুততম অর্ধশতক করেন, কিন্তু ইংল্যান্ড যখন জয়ের কাছাকাছি, তখনই আম্পায়াররা আলো খারাপ বলে খেলা থামিয়ে দেন।
আজকের দিনটি ক্রিকেট ইতিহাসে একাধিক স্মরণীয় ঘটনার সাক্ষী। ২২ গজে ব্যাট ও বল হাতে সাফল্য, রেকর্ড এবং অবিশ্বাস্য মুহূর্তগুলো ক্রিকেটপ্রেমীদের জন্য আজও অনুপ্রেরণার উৎস।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন