ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

টাইগারদের সঙ্গে খেলতে নেদারল্যান্ডস দল এখন বাংলাদেশে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০১:৩৩ পিএম
নেদারল্যান্ডস ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

এশিয়া কাপের ঠিক আগে ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেল বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমন্ত্রণে সাড়া দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ বাংলাদেশে এসে পৌঁছেছে নেদারল্যান্ডস দল।

এই সিরিজটি বাংলাদেশের জন্য এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার এক দারুণ সুযোগ।

আজ সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ডাচ ক্রিকেটাররা সরাসরি সিলেটের উদ্দেশে রওনা হন।

সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে পৌঁছে তারা আজ বিশ্রাম নেবেন এবং আগামীকাল ও পরশু অনুশীলন করবেন।

মূলত ভারতের বিপক্ষে ঘরের মাঠে একটি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সেই সফর বাতিল করে।

এমন পরিস্থিতিতে, এশিয়া কাপের আগে প্রায় দেড় মাসের আন্তর্জাতিক ম্যাচের ঘাটতি পূরণের জন্য বিসিবি নেদারল্যান্ডসকে এই সিরিজের জন্য আমন্ত্রণ জানায়।

এই সিরিজটি শুরু হবে আগামী ৩০ আগস্ট। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১ এবং ৩ সেপ্টেম্বর। সিরিজের সবকটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।