ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

পঞ্চপাণ্ডবের বিকল্প খুঁজতে বিসিবির নতুন পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৪:২৪ পিএম
বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব ও বিসিবি সভাপতি। ছবি- সংগৃহীত

দেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডব হিসেবে পরিচিতি পাওয়া তারকা ক্রিকেটাররা এখন আর ২২ গজে নেই। তামিম, সাকিব, রিয়াদ, মাশরাফি নেই কোনো ফরম্যাটেই, শুধু মুশফিকুর রহিম একাই খেলেন টেস্ট ক্রিকেটে।

এই তারকাদের ঘাটতি এখনো রয়ে গেছে দেশের ক্রিকেটে। দেশের ক্রিকেটের অভিবাবক বিসিবি এবার পঞ্চপাণ্ডবের বিকল্প খুঁজতে সাজাল নতুন পরিকল্পনা।

বিসিবি সভাপতি আমিনুল মনে করেন, দেশের আগামী দিনের সেরা ক্রিকেট তারকাদের খুঁজে বের করার সবচেয়ে ভালো জায়গা হলো স্কুল ক্রিকেট।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) চট্টগ্রামে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিসিবি সভাপতি বলেন, আগামীর ক্রিকেটের মাশরাফি, তামিম, সাকিব, মুশফিক ও রিয়াদরা এখানেই লুকিয়ে আছে। তাদেরকে খুঁজে বের করতে হবে।

তিনি আরও বলেন, বিসিবির মূখ্য দায়িত্ব হলো এইসব প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে আনা।

এদিকে অনেকদিন ধরেই স্কুল ক্রিকেট আয়োজিত হলেও এবার নতুন ও বড় পরিসরে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এই উদ্যোগের মূল লক্ষ্য শুধু খেলোয়াড় তৈরি করা নয়, বরং দেশের সব জায়গায় ক্রিকেট ফ্যানও তৈরি করা।

বিসিবি সভাপতির মতে, এই উদ্যোগের মাধ্যমে শুধুমাত্র খেলোয়াড়দের প্রতিভার বিকাশই হবে না। বরং দেশের প্রতিটি জেলায় ক্রিকেটের সংস্কৃতি এবং প্রশিক্ষণব্যবস্থাও শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, ‘এখান থেকে শুধু খেলা হবে না, আমরা এখান থেকে সুপার ট্যালেন্টগুলো বের করব।

অপরদিকে, তিনি দেশের অন্যান্য আঞ্চলিক ক্রিকেট সংস্থাকেও চট্টগ্রামের মতো এমন আয়োজন করার আহ্বান জানান।