ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

বার্মিংহামকে হারিয়ে চূড়ান্ত রাউন্ডে ট্রেন্ট রকেটস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৪:৪৮ পিএম
৩ উইকেটের জয় পায় ট্রেন্ট রকেটস। ছবি- সংগৃহীত

বার্মিংহাম ফিনিক্সের বিপক্ষে ৩ উইকেটে জয়ে চূড়ান্ত রাউন্ডে পৌঁছে গেল ট্রেন্ট রকেটস। এই জয়ের মধ্য দিয়ে গ্রুপে দ্বিতীয় স্থান নিশ্চিত করে রকেটস।

ম্যাচের শুরুতে ফিনিক্স ঝড়ো গতিতে রান তুলতে থাকে। মাত্র ২১ বলেই তারা ৩৬ রান তুলে ফেলে। তবে এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় রকেটসের স্পিনাররা।

তরুণ স্পিনার রিহান আহমেদের অসাধারণ বোলিংয়ে ম্যাচে ফিরে আসে ট্রেন্ট রকেটস। তিনি ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।

দলের তারকা ক্রিকেটার জো রুট এবং লকি ফার্গুসনের সঙ্গে দারুণ সমন্বয় করে রিহান ফিনিক্সের ব্যাটসম্যানদের চাপে ফেলেন। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১১১ রানে থেমে যায় বার্মিংহাম ফিনিক্স।

জয়ের জন্য ১১২ রানের লক্ষ্যে নেমে রকেটসও শুরুতেই হোঁচট খায়। ওপেনার টম ব্যান্টন মাত্র ১ রান করে আউট হন। কিন্তু এরপরই ত্রাতা হিসেবে আবির্ভূত হন ম্যাচের নায়ক রিহান আহমেদ।

২৩ বলে ৩৭ রানের এক মারকুটে ইনিংস খেলে তিনি দলের জয়ের পথ সহজ করে দেন। অপরদিকে দলের অভিজ্ঞ ব্যাটার জো রুটও ২৫ রানের একটি লড়াকু ইনিংস রকেটকে ৩ উইকেটের জয় এনে দেয়।

ম্যাচের সংক্ষিপ্ত স্কোর

ট্রেন্ট রকেটস (পুরুষ): ১১৩/৭ (৯৯ বল)

বার্মিংহাম ফিনিক্স (পুরুষ): ১১১/৯ (১০০ বল

ফলাফল: ট্রেন্ট রকেটস ৩ উইকেটে জয়ী।