ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০১:০৭ পিএম
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দ্বিতীয় যুব ওয়ানডে ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। ডিএল মেথডে পাওয়া ২৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট এবং ২৩ বল হাতে রেখে ম্যাচটি জিতে নেয় স্বাগতিকেরা।

এর ফলে পাঁচ ম্যাচের এই সিরিজ এখন ১-১ সমতায় দাঁড়িয়েছে।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগের ম্যাচের জয়ের নায়ক রিজান হোসেনের (৫৭) ও রিফাত বেগের (৫১) হাফ সেঞ্চুরি এবং আজিজুল হাকিম তামিমের ৪১ রানের কার্যকরী ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।

ইংল্যান্ডের হয়ে জেমস মিন্টো তিনটি এবং ম্যানি লামসদেন ও জে এ নেলসন দুটি করে উইকেট লাভ করেন।

জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে ইংল্যান্ড। ওপেনার ইসাক মোহাম্মদ ১০৪ রানের দারুণ একটি সেঞ্চুরি করে দলকে জয়ের পথে এগিয়ে নেন। তিনি ছাড়া জোসেফ মুরস ৪৭, নেলসন ৩৫ এবং বেন ময়েস ৩০ রান করেন।

বাংলাদেশের হয়ে আগের ম্যাচের নায়ক সামিউন বশির আজও বল হাতে দারুণ পারফর্ম করেন। ১০ ওভারে মাত্র ৩৫ রান খরচায় ৩ উইকেট তুলে নেন তিনি। এছাড়া ফাহাদ, ফারান শারিয়ার ও আল-আমিন একটি করে উইকেট পান।

তৃতীয় ওয়ানডেতে আগামী ১০ সেপ্টেম্বর মুখোমুখি হবে দুদল। সিরিজ জিততে হলে বাকি তিন ম্যাচের মধ্যে অন্তত দুটিতে জিততে হবে বাংলাদেশকে।