ফ্যাশন সচেতনতার জন্য ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া সবসময়ই আলোচনায় থাকেন। তার পোশাক, চশমা, কানের দুল কিংবা ঘড়ি—সবকিছুই আলাদা করে নজর কাড়ে।
তবে এবার তিনি যা করলেন, তা সব কিছুকে ছাপিয়ে গেছে। আসন্ন এশিয়া কাপের আগে তার হাতে দেখা গেছে এমন এক ঘড়ি, যার দাম টুর্নামেন্টের মোট প্রাইজমানির চেয়েও অনেক বেশি।
ভারতীয় দলের অনুশীলনে হার্দিক পান্ডিয়াকে দেখা গেছে একটি বিশেষ ঘড়ি পরে, যার মডেল হলো রিশা মিলে আরএমটুসেভেন-জিরোফোর। এই ঘড়িটি সাধারণ কোনো ঘড়ি নয়। এর বিশেষত্ব হলো, এটি তৈরি হয়েছে বিখ্যাত টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালের সহযোগিতায়।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, এই ঘড়িটির দাম প্রায় ২০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ কোটি ৬২ লাখ টাকারও বেশি।
এর আগে চ্যাম্পিয়নস ট্রফির সময় প্রায় ১০ কোটি টাকার ঘড়ি পরে তাক লাগিয়ে দিয়েছিলেন পান্ডিয়া। এবার যেন তিনি নিজের আগের রেকর্ডই ভেঙে ফেললেন।
পান্ডিয়ার ঘড়ির দাম যখন ২৭ কোটি টাকার বেশি, তখন এশিয়া কাপের প্রাইজমানির দিকে তাকালে বোঝা যায় এই দাম কতটা আকাশচুম্বী। যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনো পর্যন্ত প্রাইজমানি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এবারের এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টাকা। আর রানার্সআপ দল পাবে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। সব মিলিয়ে এশিয়া কাপের মোট প্রাইজমানি প্রায় ৫ কোটি ৩৯ লাখ টাকা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন