এশিয়া কাপের ১৭তম আসরের তৃতীয় ও নিজেদের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ে নেমে শুরুতেই হংকংয়ের উইকেট তুলে নিল বাংলাদেশ।
বল হাতে দলীয় দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পান টাইগার পেসার তাসকিন আহমেদ।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় রাত সাড়ে আটটায়।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৭ রানের মাথায় উইকেট হারায় হংকং। তাসকিন বলে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন হংকং ওপেনার আংশুমান রাঠ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে হংকংয়ের সংগ্রহ ১৬ রান। বল হাতে বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নেন টাইগার পেসার তাসকির আহদেম।
একনজরে আজকের খেলায় দু-দলের একাদশ
বাংলাদেশ একাদশ: পারভেজ ইমন, তানজিদ তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারি, জাকের আলী, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
হংকং একাদশ: জিসান আলী, আংশুমান রাঠ, বাবর হায়াত, নিজাকাত খান, কালহান ছাল্লু, কিঞ্চিত শাহ, ইয়াসিম মর্তুজা, আইজাজ খান, এসান খান, আয়ূশ শুকলা, আতিক ইকবাল।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন