নারী বিশ্বকাপের ১৩তম আসরে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে অস্ট্রেলিয়া। ব্যাটিং বিপর্যয় থেকে দলকে একাই টেনে লড়াইয়ের পুঁজি এনে দিল অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার বেথ মুনি। তার সেঞ্চুরি ও অ্যালানা কিংয়ের ফিফটিতে ভর করে রানের সংগ্রহ পায় অজিরা।
আজ বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় বিকেল সাড়ে তিনটায়। টস জিতে এ দিন অস্ট্রেলিয়াকে শুরুতে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান।
দুই ওপেনারের ব্যাটে ভালো শুরু পেয়েও পথ হারায় অজিরা। দলীয় ৩০ রানের মাথায় দুই ওপেনারকে হারিয়ে বসে অস্ট্রেলিয়া। দুই ওপেনারের ধাক্কা সামলে না ওঠতেই আবারও উইকেট হারায় অজিরা।
পরপর উইকেট হারিয়ে স্কোরবোর্ডে যখন ৭৬ রান তখন সাজঘরে অস্ট্রেলিয়ার ৭ ব্যাটার। দলীয় ৭৬ রানে ৭ উইকেট হারিয়ে যখন চরম ব্যাটিং বিপর্যয়ে অস্ট্রেলিয়া। একটা সময় মনে হয়েছিল ১০০ রানের আগেই অলআউট হয়ে যাবে বিশ্ব চ্যম্পিয়নরা।
তবে না! ব্যাট হাতে অ্যালানাকে সাথে নিয়ে ভিন্ন গল্প লিখলেন বেথ মুনি। অ্যালানা কিংকে সাথে নিয়ে নবম উইকেটে তার ১০৬ রানের জুটিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২২১ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।
ব্যাট হাতে অস্ট্রেলিয়ার হয়ে ২৩ বলে ২০ রান করেন অ্যালিসা হিলি, ২২ বলে ১০ রান করেন ফোয়েব লিচফিল্ড, ৪৯ বলে ৫১ রানে অপরাজিত থাকেন অ্যালানা কিং এবং ১১৪ বলে ১০৯ রান করেন অভিজ্ঞ ব্যাটার বেথ মুনি।
বল হাতে পাকিস্তানের হয়ে ৩টি উইকেট নেন নাশ্রা সান্ধু, ২টি করে উইকেট নেন রামিন শামিম ও ফাতিমা সানা। এবং ১টি করে উইকেট নেন দিয়ানা বেগ ও সাদিয়া ইকবাল সানা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন