নারী ওয়ানডে বিশ্বকাপে ভারত ও বাংলাদেশের মধ্যকার শেষ লিগ ম্যাচটি মাঠে ফল না পেলেও, দর্শক উপস্থিতির দিক থেকে এটি ইতিহাস গড়ে ফেলেছে। বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচটি পরিণত হয়েছে নারী ক্রিকেটে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড।
রোববার নভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হয়। আগেই সেমিফাইনাল লাইনআপ নির্ধারিত হয়ে যাওয়ায় ম্যাচটিকে অনেকেই আনুষ্ঠানিকতার লড়াই ভেবেছিলেন।
কিন্তু গ্যালারির দৃশ্য যেন বলছিল ভিন্ন গল্প। স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ২৫ হাজার ৯৬৫ জন দর্শক—যা নারী আইসিসি টুর্নামেন্টের ইতিহাসে কোনো গ্রুপপর্বের ম্যাচে সর্বোচ্চ দর্শক সংখ্যা।
এর আগে সর্বোচ্চ দর্শক সংখ্যার রেকর্ড ছিল মাত্র তিন দিন আগের। ২৩ অক্টোবর ভারত–নিউজিল্যান্ড ম্যাচে উপস্থিত হয়েছিলেন ২৫ হাজার ১৬৬ জন দর্শক। ভারত-বাংলাদেশ ম্যাচেই সেটি ভেঙে যায়।
তবে মাঠের খেলা ছিল বৃষ্টির সঙ্গে লড়াই। প্রথমে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অধিনায়ক নিগার সুলতানার নেতৃত্বে দল সংগ্রহ করে ৯ উইকেটে ১১৯ রান। একাধিক দফা বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২৭ ওভারে।
ডিএলএস মেথডে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১২৬ রান। জবাবে শুরুটা দারুণ করে ভারতীয় ওপেনাররা। মাত্র ৮.৪ ওভারে বিনা উইকেটে ৫৭ রান তুলতেই আবার বৃষ্টি নামে। পরে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
এদিন, স্বাগতিক দেশ হিসেবে ভারতের দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। গ্যালারির রঙিন ব্যানার, স্লোগান, আর খেলোয়াড়দের নামধারী পতাকায় ভরে ওঠে পুরো ডিওয়াই পাতিল স্টেডিয়াম।



