শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে দলে সুযোগ না পাওয়ায় যে আক্ষেপ ছিল, আয়ারল্যান্ডের বিপক্ষে জায়গা পেয়ে সেঞ্চুরি হাঁকিয়ে সেই আক্ষেপ দূর করলেন তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়। ঘরের মাঠে এটিই তার প্রথম ‘ম্যাজিক ফিগার’ (সেঞ্চুরি)।
জয়ের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিটি এসেছিল ২০২২ সালের মার্চ মাসে। দক্ষিণ আফ্রিকার ডারবানে প্রোটিয়াদের বিপক্ষে টেস্টের চতুর্থ ইনিংসে তিনি তার ক্যারিয়ারের প্রথম শতরানের দেখা পান। সেটি ছিল বিদেশের মাটিতে তার ব্যাটিংয়ের ঝলক। এবার দেশের মাটিতেও তিনি সেই ধারাবাহিকতা ধরে রাখলেন। এটিই তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।
এদিন ব্যাট হাতে দুই ওপেনার মাহমুদুল হাসান জয় আর সাদমান ইসলামের ওপেনিং জুটিতে চলে আসে ১৬৮ রান। এক উইকেট হারালেও বড় সংগ্রহের দিকে ছুটছে বাংলাদেশ। আউট হওয়ার আগে বাংলাদেশের টেস্ট ইতিহাসে ষষ্ঠ সেরা ওপেনিং জুটির রেকর্ড গড়ে ফেলেছেন সাদমান-জয়।
দলীয় ১৬৮ রানের মাথায় ১০৪ বলে ৮০ রান করে সাজঘরে ফেরে সাদমান ইসলাম। সাদমানের বিদায়ে ভাঙে বাংলাদেশের ওপেনং জুটি। সাদমান আউট হলেও একপাশ আগলে রেখে দলকে এগিয়ে নিচ্ছেন জয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৩১ রান। ২১৪ বলে ১১৭ রানে খেলছে মাহমুদুল হাসান জয় এবং ৬০ বলে ৩১ রানে ব্যাট করছে মমিনুল হক।
এর আগে সিলেট টেস্টে ৮ উইকেটে ২৭০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা আয়ারল্যান্ডকে সকাল সকালই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। এদিন আর মাত্র ১৪ বল খেলতে পেরেছে সফরকারীরা। ৯২.২ ওভারে আর ১৬ রান যোগ করে অলআউট হয়েছে ২৮৬ রানে।
বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের প্রথম সেশনে আইরিশদের বাকি দুই উইকেট তুলে নেন তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।
বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। জোড়া উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও হাসান মুরাদ। একটি উইকেট পেয়েছেন নাহিদ রানা।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন