সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান টেস্টে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৪৩ রানে ব্যাট করছে আয়ারল্যান্ড। এখনও তারা পিছিয়ে রয়েছে ৫৭ রানে। বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন মাত্র ২ উইকেট।
চতুর্থ দিনের সকালে শুরুতেই আঘাত হানেন তাইজুল ইসলাম। তার ঘূর্ণিতে স্লগ সুইপ খেলতে গিয়ে ম্যাথু হাম্প্রেস (১৬) আউট হন। আয়ারল্যান্ড ১১৬ রানে ৬ উইকেট হারায়। পরে অ্যান্ডি বালবির্নিকে (৩৮) এলবিডব্লিউ করে প্রতিরোধ ভাঙেন হাসান মুরাদ।
প্রথম ইনিংসে বাংলাদেশ ৫ উইকেটে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করে, যার মধ্যে সর্বোচ্চ ১৭১ রান করেন মাহমুদুল হাসান জয়। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫৪৫ রানে ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি করেন। হাম্প্রেস ৫ উইকেট, ব্যারি ম্যাকার্থি ২ উইকেট এবং অ্যান্ডি ম্যাকব্রাইন ১ উইকেট নেন।
টেস্টের তৃতীয় দিন আয়ারল্যান্ডের শুরুটা চাপের মধ্যে পড়ে। চাদ কারমাইকেলকে (৫) বোল্ড করেন নাহিদ রানা। পল স্টার্লিং ৪৩ রানে রানআউট হন, হ্যারি টেক্টর ১৮ রান করে এলবিডব্লিউ হন। লরকান টাকারও ৯ রানে আউট হওয়ার পর দল ৮৫ রানে ৫ উইকেট হারায়।
দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডের প্রতিরোধ অব্যাহত থাকলেও বাংলাদেশের বোলারদের দৃঢ়তায় ব্যাটসম্যানরা সংগ্রাম করছেন। ইনিংস হার এড়াতে আয়ারল্যান্ডের জন্য এখন খেলাটা শেষ মুহূর্তের লড়াই রূপ নিচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন