সিরিজের প্রথম টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস এবং ৪৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। মুরাদ-তাইজুলের ঘূর্ণিতে সিলেট টেস্টের তৃতীয় দিন শুক্রবার দুপুরেই জয় তুলে নিয়েছে টাইগাররা।
আইরিশ লোয়ার অর্ডার ভালোই খেলেছে। ৮৫ রানে ৫ উইকেট হারানো দলটি দ্বিতীয় ইনিংসে তুলেছে ২৫৪ রান। ফিফটি করেছেন ম্যাকব্রাইন। বলবার্নি করেছেন ৩৮, নিল করেছেন ৩৬ রান। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া ম্যাকার্থি করেছেন ২৫ রান।
যদিও ইনিংস ব্যবধানে হার এড়াতে ম্যাকব্রাইন–বলবার্নিদের লড়াই যথেষ্ট হয়নি। দলটি ইনিংস ও ৪৭ হারে হেরে গেছে। বাংলাদেশ দলের দুই বাঁহাতি স্পিনার মিলে নিয়েছেন ৭ উইকেট। হাসান মুরাদ নিয়েছেন ৪টি, তাইজুল ৩টি। দুটি উইকেট নিয়েছেন নাহিদ রানা।
চতুর্থ দিনে শুরুতেই আঘাত হানেন তাইজুল ইসলাম। তার ঘূর্ণিতে আঘাত পেয়ে আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা একের পর এক আউট হন। আয়ারল্যান্ড ১০৩ রান পিছিয়ে থেকে ইনিংস হারের পথে চলে যায়। হাসান মুরাদ, নাজমুল হোসেন শান্ত ও অন্যান্য বোলারদের দারুণ বোলিংয়ে আয়ারল্যান্ডের প্রতিরোধ ভেঙে যায়।
বাংলাদেশের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৭৫ রান ও দ্বিতীয় ইনিংসে দ্রুত উইকেট তুলে নেওয়ার মাধ্যমে দলের জয় নিশ্চিত হয়। মাহমুদুল হাসান জয় ১৭১ রানে সর্বোচ্চ অবদান রাখেন, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০০ রানে ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন।
সংক্ষিপ্ত স্কোর-আয়ারল্যান্ড: ২৮৬ ও ২৫৪ (ম্যাকব্রাইন ৫২, স্টার্লিং ৪৩, বলবার্নি ৩৮; মুরাদ ৪/৬০, তাইজুল ৩/৮৪)
বাংলাদেশ: ৫৮৭/৮ (ডিক্লেয়ার)
ফল: বাংলাদেশ ইনিংস ও ৪৭ রানে জয়ী


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন