বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের নির্বাচনে কোনো অনিয়ম ধরা পড়েনি বলে জানিয়েছে। বিষয়টি জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর ক্রিকেটার রিয়া আক্তার এনএসসিতে চিঠি দিয়ে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেন। এনএসসি বিষয়টি তদন্ত করে ১৭ সেপ্টেম্বর বিসিবিকে ব্যাখ্যা চায়। বিসিবি তখন প্রাপ্ত নথি যাচাই শুরু করে।
বোর্ড জানায়, নির্বাচনী প্রক্রিয়া এবং বিভাগীয় দায়িত্ব বণ্টনের কাজের ব্যস্ততার কারণে দুই মাসের মধ্যে চিঠির জবাব দিতে পারিনি। নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর বিস্তারিত পর্যালোচনা শেষে বোর্ড নিশ্চিত করেছে, ‘অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের নির্বাচনে কোনো অনিয়ম পাওয়া যায়নি।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন