ঢাকা মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫

আইপিএলের নিলামে সাকিব ও মোস্তাফিজের নাম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০১:০৩ পিএম
ছবি: সংগৃহীত

সদ্যই শেষ হয়েছে বিপিএলের নিলাম, যেখানে সুযোগ হয়নি বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসানের। তবে আইপিএলের মিনি নিলামে ঠিকই জায়গা করে নিয়েছেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার।

অপরদিকে, আরেক টাইগার পেসার মোস্তাফিজুর রহমানও সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় আছেন। মোস্তাফিজের বেইজ প্রাইস দুই কোটি রুপি, আর সাকিবের এক কোটি রুপি।

ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, এবারের মিনি নিলামের জন্য বিশ্বের ১,৩৫৫ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ৪৫ জন খেলোয়াড়ের বেইজ প্রাইস সর্বোচ্চ দুই কোটি রুপি।

এই তালিকায় ভারত থেকে মাত্র দুইজন—ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিষ্ণোই। বাকি ৪৩ জনই বিদেশি ক্রিকেটার।

মিনি নিলাম থেকে ৭৭ জন খেলোয়াড় দলগুলো কিনতে পারবে, যার মধ্যে ৩১ জন বিদেশি। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দের খেলোয়াড়ের তালিকা জমা দেওয়ার পর আইপিএল কর্তৃপক্ষ শর্টলিস্ট তৈরি করবে।

দলগুলোকে এই তালিকা আগামী ৫ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। আইপিএলের নিয়ম অনুযায়ী, স্কোয়াডে সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় রাখা যাবে।

ভারত ছাড়াও ১৪টি দেশের ক্রিকেটাররা মিনি নিলামে নাম দিয়েছেন। এবারের মিনি নিলামের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারেন অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

তবে তার দেশসাথী ম্যাক্সওয়েল এবারের নিলামের জন্য নিজের নাম দেননি। মিনি নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর, আবুধাবিতে।