বিশ্বকাপের আগে শেষ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের বোলাররা আয়ারল্যান্ডকে মাত্র ১১৭ রানে গুটিয়ে দিয়েছে। রিশাদ হোসেন এবং মোস্তাফিজুর রহমান দু’জনেই তিনটি করে উইকেট নেন এদিন।
টস হেরে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ৪ ওভারে ৩৮ রান তুললেও এরপর থেকে তাদের উইকেট পতনের ধারা শুরু হয়। প্রথম আঘাত আসে শরীফুল ইসলামের হাতে। তার এক দুর্দান্ত স্লোয়ারে ১০ বলে ১৭ রান করা টিম টেক্টর আউট হন। পরের ওভারে মোস্তাফিজুর রহমান হ্যারি টেক্টরকে (৫) বোল্ড করেন।
এরপরও আয়ারল্যান্ডের উইকেট পতন অব্যাহত থাকে। লরকান টাকারও (১) শেখ মাহেদীর ঘূর্ণি শিকার হন এলবিডব্লিউ হয়ে। রিশাদ হোসেনের গুগলি এবং দারুণ ফিল্ডিংয়ে পল স্টার্লিং (২৭ বলে ৩৮) এবং গ্যারেথ ডেনলি (১০) আউট হন।
১৮তম ওভারে মোস্তাফিজ দুই উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত আইরিশদের বাকি উইকেটও নেন মোহাম্মদ সাইফউদ্দিন। মাত্র ১৯.৫ ওভারে আয়ারল্যান্ডের দল অল-আউট হয় ১১৭ রানে।
সিরিজ জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১২০ বলে মাত্র ১১৮ রান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন