বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ০২:১০ পিএম

দলে ফিরতে পেরে খুশি নেইমার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ০২:১০ পিএম

দলে ফিরতে পেরে খুশি নেইমার

ছবি: সংগৃহীত

কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ সামনে রেখে দল ঘোষণা  করেছে ব্রাজিল। সেই দলে ১৬ মাস পর প্রত্যাশিত ভাবেই ফিরেছেন নেইমার। 

ব্রাজিলের জার্সিতে সবশেষ ২০২৩ সালের অক্টোবরে দেখা গিয়েছিলো ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডকে। উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচে লিগামেন্ট ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন তিনি। ফলে লম্বা সময় থেকে মাঠের বাইরে চলে যান নেইমার। এরপর ২০২৪ সালের অক্টোবরে সৌদি ক্লাব আল-হিলালের হয়ে মাঠে ফেরেন তিনি।

সম্প্রতি সৌদি ক্লাব আল-হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন নেইমার। সান্তোসে ফেরার পর ধীরে ধীরে ছন্দে ফেরেন নেইমার। ফলে কোচ দরিভাল জুনিয়রকে খুব একটা ভাবতে হয়নি নেইমারকে নিয়ে। 

দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরতে পেরে বেশ খুশি নেইমার। এনিয়ে গতকাল নিজের ইনস্টাগ্রামে এক পোস্ট করেন তিনি। সেখানে টেলিভিশনের সামনে বসা এক ছবিতে তিনি লেখেন, ‘Feliz em estar de volta’. যার বাংলা করলে দাড়ায়, ‘ফিরতে পেরে খুশি।’ 

এদিকে ব্রাজিল সুপারস্টারকে নিয়ে উচ্ছ্বাসিত সমর্থকরাও। 

নেইমারকে নিয়ে সেলেসাও কোচ দরিভাল বলছিলেন, ‘জাতীয় দলে নেইমারের প্রতিনিধিত্ব নিয়ে নতুন করে বলার কিছু নেই। সে যে চোট পুনর্বাসনের মধ্য দিয়ে গেছে, সেটি আমরা সবাই জানি। একইসঙ্গে তার দক্ষতা ও সামর্থ্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কতটা উপযুক্ত তাও অজানা নয়।’

তিনি আরও বলেন, ‘আমরা তার অপেক্ষায় ছিলাম। আমি আশা করি সেও তার এই প্রত্যাবর্তনের খুশিই হবে। আমরা এখানে তার পুরোনো সামর্থ্য ফিরে পেতে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে পারব বলে আশাবাদী। আমরা অনেক বড় প্রত্যাশার ভার ও তার কাঁধে দায়িত্ব চাপিয়ে দিতে চাই না।’
 

আরবি/আরডি

Link copied!