ঢাকা শুক্রবার, ২৩ মে, ২০২৫

ব্যালন ডি’অর দৌড়ে এগিয়ে যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৪, ২০২৫, ০১:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলে ব্যক্তিগত পর্যায়ের সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে পরিচিত ব্যালন ডি’অর ট্রফি। বহু তারকার স্বপ্ন এই পুরস্কার ঘরে তোলা। গত প্রায় দেড় দশক ধরে এই সম্মানজনক ট্রফি দখলে রেখেছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মধ্যে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি রেকর্ড আটবার এই পুরস্কার অর্জন করেছেন, আর রোনালদোর ঝুলিতে রয়েছে পাঁচটি ট্রফি।

তবে চলতি ২০২৪-২৫ মৌসুমে দৃশ্যপট বদলে যাচ্ছে। এ বছর ব্যালন ডি অ’রের তালিকায় নেই এই দুই তারকা। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে এই তালিকায় দেখা গেছে তরুণদের দাপট। যেখানে ব্যক্তিগত পরিসংখ্যান, দলীয় সাফল্য এবং শিরোপা সম্ভাবনার দিক থেকে শীর্ষ চারজনের মধ্যে তিনজনই বার্সার ফুটবলার।

বিশ্বখ্যাত ক্রীড়াভিত্তিক গণমাধ্যম গোলডটকমের সবশেষ ব্যালন ডি’অর র‌্যাঙ্কিং অনুযায়ী শীর্ষে উঠে এসেছেন পিএসজির ফরাসি উইঙ্গার ওসমান দেম্বেলে। চলতি মৌসুমে ৩৫ গোল ও ১১টি অ্যাসিস্ট করেছেন তিনি। এরই মধ্যে তার দল জিতেছে লিগ শিরোপা ও ‘ট্রফি দে চ্যাম্পিয়নস’। এ ছাড়াও সুযোগ আছে চ্যাম্পিয়নস লিগ জেতার।

দ্বিতীয় স্থানে আছেন বার্সেলোনার উদীয়মান তারকা লামিন ইয়ামাল। এই তরুণ ফরোয়ার্ড এরই মধ্যে ১৬টি গোল ও ২৫টি অ্যাসিস্ট করেছেন। সুপারকোপা দে এস্পানিয়া ও কোপা দেল রে জিতেছেন, সামনে রয়েছে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ের সম্ভাবনা।

চলতি মৌসুমে ৩৫ গোলের পাশাপাশি ২৫ অ্যাসিস্ট করে তালিকার তিন নম্বরে আছেন আরেক বার্সা তারকা রাফিনিয়া।

তালিকার চতুর্থ স্থানে আছেন বার্সেলোনার তরুণ স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। এই স্প্যানিশ মিডফিল্ডার মৌসুমে করেছেন ৬ গোল ও ৮ অ্যাসিস্ট। মাঝমাঠে তার অসাধারণ নিয়ন্ত্রণ দক্ষতা তাকে এ স্থানে নিয়ে এসেছে।

পঞ্চম স্থানে রয়েছেন লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ। ৩৬ গোল ও ২৪ অ্যাসিস্ট করে তিনি দলের প্রিমিয়ার লিগ জয়ে অবদান রেখেছেন। যদিও তার দল চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে।

ছয় নম্বরে রয়েছেন রবার্ট লেভানদোভস্কি। এরপর রয়েছে পিএসজির গোলরক্ষক দোনারুম্মা, টটেনহ্যামের হ্যারি কেইন, এমবাপ্পে এবং নুনু মেন্ডেস। তবে সেরা দশে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র এবং জুড বেলিংহামের।