ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫

সাউদাম্পটনের সঙ্গে ড্রয়ে চাপে গার্দিওলার শিষ্যরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১১, ২০২৫, ০২:০২ পিএম
পেপ গার্দিওলা। ছবি- সংগৃহীত

সাউদাম্পটনের বিপক্ষে গোলশূন্য ড্র করে চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়া আরও কঠিন করে তুলেছে ম্যানচেস্টার সিটি। 

শনিবার (১০ মে)  লিগ টেবিলের তলানিতে থাকা দলের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট হারানোয় শীর্ষ পাঁচে থাকা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে পেপ গার্দিওলার শিষ্যদের জন্য।

৩৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে আপাতত পাঁচে রয়েছে সিটি। তবে নিউক্যাসল, চেলসি ও অ্যাস্টন ভিলা মাত্র দুই পয়েন্ট পিছিয়ে থাকায় যে কোনো সময় স্থান হারাতে পারে তারা। 

অন্যদিকে সপ্তম স্থানে থাকা নটিংহাম ফরেস্ট রবিবার লিস্টারের মুখোমুখি হবে—জয় পেলে তারাও হুমকি হয়ে উঠবে সিটির জন্য।

ড্র ম্যাচ শেষে সিটি কোচ গার্দিওলা বলেন, ‘এটা ঠিক এক মাস আগেও যেমন ছিল, এখনও তেমনই—শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চলবে। সামনে আমাদের তিনটা ফাইনাল বাকি আছে, যার একটি হলো পরের সপ্তাহের এফএ কাপ ফাইনাল।’

আগামী ২০ মে বোর্নমাউথের বিপক্ষে মাঠে নামার আগে লিগে আর ম্যাচ নেই সিটির। এর মধ্যে তাদের চ্যাম্পিয়নস লিগ প্রতিদ্বন্দ্বীরা এক বা দুইটি ম্যাচ খেলে ফেলবে, যার ফলে সিটি তখন শীর্ষ পাঁচের বাইরে চলে যেতে পারে।