জুনে বিশ্বকাপ বাছাইয়ের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। আগামী ৫ জুন তারা চিলির মাঠে আতিথ্য নেবে এবং ১০ জুন ঘরের মাঠে কলম্বিয়ার মুখোমুখি হবে। তবে এই দুটি ম্যাচের জন্য একাদশ গঠন করতে গিয়ে বেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি।
ক্লাব বিশ্বকাপের ঠাসা সূচির কারণে ১৪ জন আর্জেন্টাইন ফুটবলারের জাতীয় দলের হয়ে খেলার ছাড়পত্র পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
আগামী ১৪ জুন শুরু হতে যাওয়া ৩২ দলের ক্লাব বিশ্বকাপের ২১তম আসরে অংশ নেবে ১৪ জন আর্জেন্টাইন খেলোয়াড়। এদের মধ্যে সাতজন তো জাতীয় দলের নিয়মিত মুখ আতলেতিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজ, রদ্রিগো ডি পল, নাহুয়েল মলিনা, ইন্টার মিলানের লাওতারো মার্তিনেজ, বেনফিকার নিকোলাস ওতামেন্দি, চেলসির এনজো ফার্নান্দেজ এবং ইন্টার মায়ামির লিওনেল মেসি।
এই তারকা খেলোয়াড়দের বাইরেও আরও সাতজন আর্জেন্টাইন ফুটবলার ক্লাব বিশ্বকাপের ক্লাবগুলোর হয়ে খেলবেন। তারা হলেন হুলিয়ান সিমিওনে, আনহেল কোরেয়া, নিকোলাস গনজালেস, গনজালো মন্তিয়েল, মার্কোস আকুনিয়া, জার্মান পেৎসেয়া এবং লুকাস মার্তিনেজ। সব মিলিয়ে এই ১৪ জন খেলোয়াড়কে ছাড়াই হয়তো বিশ্বকাপ বাছাইয়ের এই দুটি ম্যাচ খেলতে হতে পারে আর্জেন্টিনাকে।
আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কোচ লিওনেল স্কালোনি শেষ পর্যন্ত এই খেলোয়াড়দের জন্য অপেক্ষা করবেন। যদি এই ১৪ জনের মধ্যে কেউ তাদের ক্লাবের অনুমতি নিয়ে জাতীয় দলের সাথে যোগ দিতে পারেন, তবে তাদের চিলি ও কলম্বিয়ার বিরুদ্ধে মাঠে দেখা যেতে পারে।
অন্যথায়, এই সুযোগে বেঞ্চের খেলোয়াড়দের শক্তি পরীক্ষা করে দেখার পরিকল্পনা রয়েছে স্কালোনির। কারণ, আর্জেন্টিনা ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে। সেক্ষেত্রে এই দুটি ম্যাচের ফলাফল তাদের বাছাই পর্বে তেমন কোনো প্রভাব ফেলবে না বলেই মনে করা হচ্ছে।
তবে, এই দুটি ম্যাচে খারাপ ফল করলে ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার উপর প্রভাব পড়তে পারে। ফিফার সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৮৮৬.১৬ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছে।
র্যাঙ্কিংয়ের পরবর্তী হালনাগাদ হবে আগামী ১০ জুলাই, অর্থাৎ ৫৮ দিন পর। স্কালোনি অবশ্যই চাইবেন না যে এই দুটি ম্যাচে তার দল খারাপ পারফর্ম করুক। কারণ, র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা স্পেনের সঙ্গে আর্জেন্টিনার পয়েন্টের ব্যবধান খুব বেশি নয়। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বর্তমান পয়েন্ট ১৮৫৪.৬৪।
এমন পরিস্থিতিতে স্কালোনি নিশ্চয়ই দলের র্যাঙ্কিং ধরে রাখার বিষয়ে সতর্ক থাকবেন।
আপনার মতামত লিখুন :