কোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধের কারণে দীর্ঘদিন জাতীয় দলের অনুশীলন থেকে দূরে ছিলেন বাংলাদেশের নারী ফুটবলাররা। বিদ্রোহের অবসান ঘটলেও তাঁরা এখনো জাতীয় দলের ক্যাম্পে ফেরেননি।
তবে ভুটানের মেয়েদের লিগে নিজেদের প্রথম ম্যাচেই সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমারা প্রমাণ করেছেন পায়ে এখনো জং ধরেনি।
আজ বৃহস্পতিবার সামতসে এফসির বিপক্ষে ম্যাচে ২৮-০ গোলের বিশাল জয় পেয়েছে তাঁদের ক্লাব পারো এফসি। এর মধ্যে ২৫ গোলই করেছেন চার বাংলাদেশি ফুটবলার, সাবিনা একাই করেছেন ৯টি, মনিকা ৭টি, সুমাইয়া ৫টি ও ঋতুপর্ণা ৪টি।
ম্যাচের শুরু থেকেই গোলবন্যা শুরু হয়। নবম মিনিটে গোল করে খাতা খুলেন সাবিনা। এরপর একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন পারো এফসির খেলোয়াড়রা। প্রথমার্ধেই সাবিনা ও মনিকা হ্যাটট্রিক পূর্ণ করেন।
প্রথমার্ধে ১০-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পারো।
দ্বিতীয়ার্ধেও গতি কমেনি। সুমাইয়া ও ঋতুপর্ণা হ্যাটট্রিক পূর্ণ করেন। ম্যাচের শেষ গোলটিও আসে সাবিনার পা থেকে। সব মিলিয়ে সাবিনার গোল সংখ্যা দাঁড়ায় ৯টিতে।
আপনার মতামত লিখুন :