অ্যাস্টন ভিলার ঘরের মাঠ ভিলা পার্কে শেষ ম্যাচ খেলার পর আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের আবেগঘন বিদায় যেন তার ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণাই দিয়ে দিল। চোখের জলে সিক্ত এই বিদায় জানান দিচ্ছে, পাঁচ বছর পর বার্মিংহামের ক্লাবটির সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে চলেছে দুবারের ফিফা বর্ষসেরা এই গোলরক্ষকের।
তবে মাঠের বাইরে প্রশ্ন একটাই, মার্তিনেজের পরবর্তী গন্তব্য কোথায়? দলবদলের জল্পনা-কল্পনা চললেও, এই মুহূর্তে তার ভবিষ্যৎ নিয়ে তেমন কোনো স্পষ্ট খবর মেলেনি। ইংল্যান্ড বা আর্জেন্টিনার গণমাধ্যম কিংবা দলবদলের বিশ্বস্ত সূত্রগুলোও এ বিষয়ে তেমন জোরালো কিছু জানাতে পারেনি।
অবশেষে সেই নীরবতা ভাঙলেন আর্জেন্টিনার বেশ কয়েকজন সাংবাদিক। ওলে, ডি স্পোর্টস রেডিও এবং সাংবাদিক ফার্নান্দো চেজ জানিয়েছেন, স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা এবং ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ইতিমধ্যেই এমিলিয়ানো মার্তিনেজের জন্য বড় প্রস্তাব দিয়েছে।
যদিও এই খবর কতটা সত্যি, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
অন্যদিকে, টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গ্যাস্টন এদুল কয়েক দিন আগেই জানিয়েছিলেন, সৌদি প্রো লিগের বেশ কয়েকটি ক্লাব এমিলিয়ানোকে দলে টানতে আগ্রহী।
তবে আর্জেন্টাইন এই গোলরক্ষক নিজে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
তার স্পষ্ট বার্তা, তিনি এখনো ইউরোপের শীর্ষ স্তরের ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। আর্জেন্টিনার গণমাধ্যমের খবর অনুযায়ী, এমি এবং তার পরিবার ইংল্যান্ডের বার্মিংহামে বেশ সুখেই আছেন এবং আপাতত ইউরোপ ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই।
এদুলের দেওয়া তথ্যের একদিন পরই ডি স্পোর্টস জানায়, এমিলিয়ানোর জন্য আগ্রহী দুটি বড় ক্লাব হলো বার্সেলোনা এবং ম্যানচেস্টার ইউনাইটেড।
বার্সেলোনা এই মৌসুমে মার্ক-আন্দ্রে টের স্টেগানের ইনজুরির সময়ে ভয়চেখ শেজনিকে নিয়ে ভালো সময় কাটালেও, টের স্টেগান ইতিমধ্যেই মাঠে ফিরেছেন।
অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেড এবারের মৌসুমে ইউরোপীয় পর্যায়ে অপরাজিত থাকলেও, ঘরোয়া লিগে তাদের পারফরম্যান্স ছিল হতাশাজনক।
ঘরের মাঠে টানা আট ম্যাচ হারের লজ্জাজনক রেকর্ডও গড়েছে তারা।
এমন পরিস্থিতিতে নতুন মৌসুমের জন্য দল গঠনে তারা এমি মার্তিনেজের দিকে হাত বাড়াবে কিনা, তা একটি বড় প্রশ্ন। বর্তমানে, আন্দ্রে ওনানা দলটির প্রধান গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন।
সব মিলিয়ে, এমিলিয়ানো মার্তিনেজ যে নতুন ক্লাবের সন্ধানে রয়েছেন, তা এখন অনেকটাই নিশ্চিত। তবে তার পরবর্তী ঠিকানা কোথায় হবে, সেই ধোঁয়াশা সহসা কাটছে না।
আপনার মতামত লিখুন :