বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যখন প্রবাসী ফুটবলারদের নিয়ে আশার আলো দেখছিল, ঠিক তখনই এলো একটি দুঃসংবাদ। হামজা চৌধুরী ও শমিত সোমের পর সুলিভান পরিবারের দুই যমজ ভাই রোনান ও ডেকলানকে নিয়ে আশাবাদী থাকলেও, তাদের বড় ভাই কুইন সুলিভানকে পাওয়ার স্বপ্ন ফিকে হয়ে এসেছে।
কুইন যুক্তরাষ্ট্রের কনকাকাফ গোল্ড কাপের ৬০ সদস্যের প্রাথমিক দলে ডাক পেয়েছেন।
সুলিভান পরিবারের ওপর বাফুফের নজর
সম্প্রতি হামজা চৌধুরী ও শমিত সোম বাংলাদেশের জার্সিতে খেলার জন্য সবুজ সংকেত পেয়েছেন। তাদের পথ ধরে বাফুফে সুলিভান পরিবারের চার ফুটবলার কুইন, কাভান, রোনান ও ডেকলানের দিকে হাত বাড়িয়েছিল।
বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছিলেন, রোনান ও ডেকলান বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন এবং তাদের পরিবারও এতে রাজি। তবে, মেজর লীগ সকারের দল ফিলাডেলফিয়ার হয়ে খেলা কুইন ও কাভান জার্মানি ও যুক্তরাষ্ট্রের হয়ে ডাক পাওয়ার অপেক্ষায়।
ফিফার কঠোর নিয়ম এবং কুইনের ভবিষ্যৎ
ক্রিকেটে এক খেলোয়াড় একাধিক দেশের হয়ে খেলতে পারলেও, ফিফার নিয়ম বেশ কঠোর। একবার কোনো খেলোয়াড় একটি নির্দিষ্ট দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়ে গেলে, তিনি আর অন্য কোনো দেশের হয়ে খেলতে পারবেন না।
যেহেতু কুইন সুলিভান যুক্তরাষ্ট্রের প্রাথমিক দলে ডাক পেয়েছেন, তার যদি যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক হয়ে যায়, তাহলে বাংলাদেশ তাকে আর কখনো পাবে না।
তবুও আশার আলো দেখছে বাংলাদেশ, রোনান ও ডেকলানকে নিয়ে
কুইনকে হারানোর আশঙ্কার মধ্যেও বাফুফে এখনো রোনান ও ডেকলান সুলিভানকে নিয়ে আশাবাদী। দেশের ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে, সুলিভান পরিবারের বাকি দুই সদস্য শেষ পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলবে কিনা।
আপনার মতামত লিখুন :