বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ২৭, ২০২৫, ০৪:৩৫ পিএম

আনচেলত্তির ব্রাজিল যুগে নেইমার কেন নেই?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ২৭, ২০২৫, ০৪:৩৫ পিএম

নেইমার জুনিয়র ও কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

নেইমার জুনিয়র ও কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

ব্রাজিলের ডাগআউটে গত রোববার অভিষেক হলো সাবেক রিয়াল কোচ কার্লো আনচেলত্তির। অভিষেকের একদিন পর বিশ্বকাপের বাচাই-পর্বকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করলেও নেইমারকে রাখেন না সেলেসাওদের নয়া কোচ।

ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েই প্রথম দল ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। তার ২৬ সদস্যের স্কোয়াডে নেইমারকে না দেখে সমর্থকদের মনে প্রশ্ন জেগেছিল, দীর্ঘ সময় ধরে দলের প্রাণভোমরা হয়ে থাকা এই তারকা কি তবে আনচেলত্তির ভবিষ্যৎ পরিকল্পনায় নেই? তবে ইতালিয়ান এই কোচ স্পষ্ট করে দিয়েছেন, নেইমারকে নিয়ে তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে।

দল ঘোষণার পর  সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘আমি সেসব খেলোয়াড়দের দলে নেওয়ার চেষ্টা করেছি, যারা এই মুহূর্তে (শারীরিক দিক থেকে) ভালো অবস্থায় আছে। নেইমারকে অবশ্যই বিবেচনায় রেখেছি। তবে আমরা তার সেরাটা দেখতে চাইছি।’

আনচেলত্তি জানান, দল ঘোষণার আগে তিনি নেইমারের সঙ্গে আলোচনা করেছেন এবং বিশ্বকাপ খেলার জন্য তাকে পুরোপুরি প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘সবাই জানে নেইমার কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে বিশ্বকাপে খেলার জন্য ব্রাজিলে ফিরেছে, প্রস্তুতিও নিচ্ছে।

তিনি আরও বলেন, ‘আমিও চাই সে বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকুক। বিষয়টি খোলাখুলিভাবে জানাতে সোমবার সকালে সকালেই আমি তার সঙ্গে কথা বলেছি।’

নেইমারের চোট এবং জাতীয় দলে ফেরার পথ

ব্রাজিলের ইতিহাসের শীর্ষ গোলদাতা নেইমারকে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে। সেই ম্যাচে হাঁটুতে গুরুতর আঘাত পেয়ে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় তিনি লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যান। 

সেরে ওঠার পর ক্লাব ফুটবলে খেলতে গিয়েও তাকে আরও কয়েকবার চোটের শিকার হতে হয়েছে। সম্প্রতি খেলায় ফিরলেও তাকে শতভাগ ফিট মনে হয়নি, যা আনচেলত্তির দল ঘোষণার কারণ হতে পারে।

ব্রাজিলের স্কোয়াডে কাসেমিরো ও রিচার্লিসনের প্রত্যাবর্তন

নেইমারের মতো কাসেমিরো ও রিচার্লিসনকেও ২০২৩ সালের অক্টোবরের পর আর ব্রাজিলের জার্সিতে দেখা যায়নি। তবে তাদের বাদ পড়ার কারণ চোট ছিল না, বরং আনচেলত্তির পূর্ববর্তী কোচেরা তাদের দল থেকে বাদ দিয়েছিলেন। 

আনচেলত্তি তার ব্রাজিল অধ্যায়ের শুরুতেই এই দুই তারকাকে ডেকেছেন, যার মধ্য দিয়ে দেড় বছরের বেশি সময় পর তারা জাতীয় দলে ফিরলেন।

সম্প্রতি টটেনহামের হয়ে উয়েফা ইউরোপা লিগের শিরোপা জিতেছেন ফরোয়ার্ড রিচার্লিসন। অন্যদিকে, কাসেমিরোর ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড সদ্য সমাপ্ত ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুমে ভালো করতে না পারলেও অভিজ্ঞ এই মিডফিল্ডারের ওপর আনচেলত্তির পূর্ণ আস্থা রয়েছে। 

রিয়াল মাদ্রিদে কোচ হিসেবে কাসেমিরোকে লম্বা সময় ধরে শিষ্য হিসেবে পেয়েছিলেন আনচেলত্তি, তাই তার সামর্থ্য সম্পর্কে তার স্পষ্ট ধারণা রয়েছে।

কাসেমিরোকে নিয়ে আনচেলত্তি বলেন, ‘আমার মতে, সে অনেক বড় মাপের খেলোয়াড়। আমি সৌভাগ্যবান যে (রিয়ালে থাকতে) তাকে আমার দলে পেয়েছিলাম। আমার মনে হয়, জাতীয় দলে এমন একজন খেলোয়াড়ের প্রয়োজন, যার মধ্যে ক্যারিশমা, ব্যক্তিত্ব ও প্রতিভা আছে।’

তিনি আরও যোগ করেন, ব্রাজিল সব সময়ই অনেক প্রতিভাবান খেলোয়াড় পেয়েছে। তবে আধুনিক ফুটবলে শুধু প্রতিভা নয়, মানসিকতা, প্রতিশ্রুতি, ত্যাগ এসবও দরকার। কাসেমিরোর মধ্যে সেসব আছে। দলে আরও যাদের ডাকা হয়েছে, তাদের অনেকের মধ্যেও এই গুণগুলো রয়েছে।’

এদিকে, ২০২১ সালে টোকিও অলিম্পিক ফুটবলে সোনা জেতার পর থেকে ব্রাজিল কোনো বড় সাফল্য পায়নি। লম্বা সময় ধরে দলটি কেন প্রত্যাশিত ফল পাচ্ছে না, তার কারণও ব্যাখ্যা করেছেন আনচেলত্তি।

তিনি বলেন, ‘সত্যিটা হলো, ব্রাজিলিয়ান খেলোয়াড়েরা তাদের জাতীয় দলকে খুব ভালোবাসে। এটা তাদের স্বাভাবিক চিন্তাভাবনাকে প্রভাবিত করতে পারে।

এ কারণে তারা কখনো কখনো ভালো খেলতে গিয়ে অনেক বেশি চাপ অনুভব করে। এই চাপই তাদের ভালো পারফর্ম করার পথে বাধা সৃষ্টি করে থাকতে পারে।’

ব্রাজিলের আসন্ন ম্যাচসমূহ

ব্রাজিলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির ‘প্রথম অ্যাসাইনমেন্ট’ হবে আগামী ৫ জুন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ। এরপর ১০ জুন সেলেসাওরা খেলবে প্যারাগুয়ের বিপক্ষে।

দক্ষিণ আমেরিকান অঞ্চলের (কনমেবল) বিশ্বকাপ বাছাইয়ে এই মুহূর্তে পয়েন্ট তালিকার চারে আছে ব্রাজিল। 

এই অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলবে। ৭ নম্বরে থাকা দলকে আন্তমহাদেশীয় প্লে-অফের বাধা টপকে আসতে হবে। 

রূপালী বাংলাদেশ

Link copied!