ঢাকার জাতীয় স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথম ৪০ মিনিট গোলশূন্য অবস্থায় রয়েছে।
মঙ্গলবার (১০ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হয়। এবং শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে।
ম্যাচের প্রথম ২৫ মিনিটে উভয় দলই বেশ কিছু আক্রমণ শাণালেও কোনো দলই প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি।
বল দখলের লড়াইয়ে উভয় দলই সমানতালে লড়ছে। এদিকে জাতীয় স্টেডিয়ামে লাল সবুজের দর্শকরা একটি রোমাঞ্চকর ও ম্যাচ ও জয়ের জন্য অপেক্ষা করতেছে।
এই ম্যাচটি উভয় দলের জন্যই এশিয়ান কাপে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শুরু থেকেই জাতীয় স্টেডিয়ামে খেলোয়াড়দের মধ্যে বাড়তি চাপ লক্ষ্য করা যাচ্ছে।
এর আগে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হচ্ছে শমিত সোমের। শুরুর একাদশে আছেন কানাডাপ্রবাসী এই মিডফিল্ডার। এর জন্য একাদশে জায়গা হারিয়েছেন জামাল ভুঁইয়া।
অপরদিকে, আগের ম্যাচে গোল করা মিডফিল্ডার সোহেল রানার জায়গায় মোহাম্মদ হৃদয়, লেফট ব্যাক তাজ উদ্দিনের পরিবর্তে একাদশে ফিরেছেন শাকিল আহাদ তপু।
বাংলাদেশের একাদশ : মিতুল মারমা (গোলরক্ষক), তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, শাকিল আহাদ, হামজা চৌধুরী, শমিত, হৃদয়, কাজেম শাহ, ফাহমিদুল ইসলাম ও রাকিব হোসেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
       -20250905162745-(2)-20250919184044-20250926173705-20251010164039-20251011171436-(1)-20251017163112-(1)-20251031181224.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন