জামাল মুসিয়ালার ইনজুরি নিয়ে সবচেয়ে খারাপ আশঙ্কাটিই অবশেষে সত্যি হয়েছে। ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজির বিপক্ষে ম্যাচে মারাত্মক চোট পেয়েছেন ২২ বছর বয়সি এই জার্মান মিডফিল্ডার।
বায়ার্ন মিউনিখ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, বাঁ পায়ের ফাইবুলা (পা-ভাঙা হাড়) ভেঙেছে মুসিয়ালার। এই চোট এসেছে গোড়ালিতে অস্বাভাবিকভাবে মুচকে যাওয়ার কারণে।
ঘটনাটি ঘটে ম্যাচ চলাকালীন পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মার সঙ্গে একটি সংঘর্ষে। সংঘর্ষের পরপরই যন্ত্রণায় কাতর মুসিয়ালাকে স্ট্রেচারে করে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়।
ঘটনার সময় মাঠের খেলোয়াড় এবং ডোনারুম্মা নিজেও দৃশ্যত হতবাক ও আবেগাপ্লুত হয়ে পড়েন।
ইতোমধ্যে মুসিয়ালা যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো থেকে জার্মানির মিউনিখে ফিরে এসেছেন এবং খুব শিগগিরই তার অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছে বায়ার্ন কর্তৃপক্ষ।
বায়ার্ন মিউনিখের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবার্ল বলেন, জামালের ইনজুরি এবং তার অনুপস্থিতি আমাদের জন্য বড় ধাক্কা।
সবাই জানে আমাদের খেলায় জামালের কি পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা। এই ধরনের চোট মানবিক দিক থেকেও ভীষণ তিক্ত।
তিনি আরও বলেন, জামাল আগের চোট থেকে সবে মাত্র ফিরেছে। এর মধ্যেই আবার নতুন করে দীর্ঘমেয়াদি ইনজুরিতে পড়ল সে। আমরা তাকে সর্বোচ্চ সহযোগিতা করব এবং সবসময় তার পাশে থাকব। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব, কবে সে আবার মাঠে ফিরবে।
চিকিৎসকদের ধারণা, মুসিয়ালার পুরোপুরি সুস্থ হতে কমপক্ষে ছয় মাস সময় লাগবে। ফলে মৌসুমের গুরুত্বপূর্ণ এক অংশে তাকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে বায়ার্ন মিউনিখকে।
এটি ক্লাবের জন্য যেমন, তেমনি মুসিয়ালার ক্যারিয়ারের জন্যও বড় এক ধাক্কা।
এই ইনজুরির ফলে ইউরোপীয় মৌসুমের বাকি সময় এবং আন্তর্জাতিক ম্যাচেও মুসিয়ালাকে মাঠের বাইরে থাকতে হতে পারে।
আপনার মতামত লিখুন :