ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ভুটানকে ৩-০ গোলে  হারিয়ে শীর্ষে বাংলাদেশ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ১১:৫১ পিএম
দুই গোল করা তৃষ্ণার সঙ্গে শিখার উল্লাস। ছবি : বাফুফে

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে জয়রথ ছুটিয়ে চলেছে বাংলাদেশ। আজ টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত ভেন্যু বদলে খেলা অনুষ্ঠিত হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে, যেখানে দর্শক প্রবেশ ছিল না।

টানা চার ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ। সমান ম্যাচে নেপালের সংগ্রহ ৯ পয়েন্ট। ২১ জুলাই এই দুই দলের মুখোমুখি লড়াই টুর্নামেন্টের ‘অলিখিত ফাইনাল’ হয়ে দাঁড়াতে পারে।

আজকের ম্যাচে শুরু থেকেই ছন্দে ছিল বাংলাদেশ। ৩৩ ও ৬৫ মিনিটে তৃষ্ণার জোড়া গোলে এগিয়ে যায় দল। শেষ দিকে ৭৪ মিনিটে স্বপ্না রানীর গোলে ব্যবধান দাঁড়ায় ৩-০। যদিও দ্বিতীয়ার্ধে একবার পেনাল্টি মিস করে বাংলাদেশ, তবে ম্যাচের ফলাফলে তা প্রভাব ফেলেনি।

এর আগে গত পরশু দিন ভুটানকে ৪-১ গোলে হারিয়েছিল লাল-সবুজের মেয়েরা। সেদিনও খেলা হয়েছিল দুই ভাগে-বৈরী আবহাওয়ার কারণে। প্রথমার্ধে শান্তি মারডির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দীর্ঘ বিরতির পর শুরু হওয়া দ্বিতীয়ার্ধে ভুটান দ্রুত সমতা ফেরালেও শান্তি মারডির হ্যাটট্রিকে ম্যাচে বড় জয় নিশ্চিত হয়।

সব মিলিয়ে সাফের মঞ্চে দাপটের সঙ্গেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কিশোরীরা। ২১ জুলাইয়ের ম্যাচ ঘিরেই এখন জমে উঠছে উত্তেজনা।