মেজর লিগ সকারের (এমএলএস) এবারের অল-স্টার ম্যাচে নির্বাচিত হয়েও অংশ নেননি লিওনেল মেসি ও জর্দি আলবা। অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ার ফলে এমএলএস নীতিমালা অনুযায়ী ইন্টার মিয়ামির এই দুই তারকা খেলোয়াড়কে ক্লাবের পরবর্তী ম্যাচে নিষিদ্ধ করা হতে পারে।
এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে আয়োজিত অল-স্টার সপ্তাহব্যাপী অনুষ্ঠানে অংশ নেননি মেসি ও আলবা।
চলতি বছরের মেজর লিগ সকারে (এমএলএস) অল-স্টার গেম বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো অস্টিনের কিউ২ স্টেডিয়ামে। মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টারস দলকে ৩-১ গোলে হারিয়েছে এমএলএস অল-স্টারস।
আলবা মঙ্গলবার সন্ধ্যার স্কিল চ্যালেঞ্জেও অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেন। তবে তার অনুপস্থিতির কোনো ব্যাখ্যা দেননি আয়োজকেরা, এমনকি মেসি ও আলবার অনুপস্থিতি নিয়েও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি এমএলএস কর্তৃপক্ষ।
এমএলএসের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি ইনজুরিতে না থাকেন এবং অল-স্টার ম্যাচে অংশ না নেন, তাহলে তাকে বাধ্যতামূলকভাবে পরবর্তী ক্লাব ম্যাচে বসিয়ে রাখা হয়।
এই নিয়ম এর আগেও প্রয়োগ হয়েছে ২০১৮ সালে। এই নিয়ম ভঙ্গ করে ম্যাচে না খেলায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ।
সে সময় এই সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ বলেও মন্তব্য করেছিলেন তিনি।
চলতি মাসে ক্লাব বিশ্বকাপে পিএসজির কাছে হেরে বিদায় নেওয়ার পর ইন্টার মিয়ামি জুলাই মাসেই পাঁচটি ম্যাচ খেলেছে।
এরই মধ্যে এলো অল-স্টার সপ্তাহ, যার ঠিক পরেই শুরু হচ্ছে লিগস কাপ। ক্লান্তি ও ম্যাচসংখ্যার দিক বিবেচনায় মেসি-আলবার অনুপস্থিতি ব্যাখ্যা করা গেলেও আনুষ্ঠানিকভাবে তাদের অনুপস্থিতির কারণ জানানো হয়নি।
ইন্টার মিয়ামির পরবর্তী ম্যাচ পূর্বাঞ্চলীয় কনফারেন্সের শীর্ষ দল এফসি সিনসিনাটির বিপক্ষে, যাদের কাছে আগের ম্যাচে ৩-০ ব্যবধানে হেরে গিয়েছিল মিয়ামি।
এরপর লিগস কাপে মুখোমুখি হবে তারা মেক্সিকোর ক্লাব আটলাসের সঙ্গে। ঠিক এই গুরুত্বপূর্ণ সময়ে মেসি ও আলবার শাস্তি মিয়ামির জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।