ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

ভারতের ফুটবল কোচ হতে আগ্রহী জাভি, টাকার অভাবে বাদ দিলো এআইএফএফ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ০৩:১৮ পিএম
বার্সেলোনার সাবেক কোচ জাভি। ছবি-সংগৃহীত

বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার ও সাবেক কোচ জাভি হার্নান্দেজ ভারতের জাতীয় ফুটবল দলের কোচ হতে চেয়েছিলেন। এ জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে আবেদনও করেছিলেন তিনি। কিন্তু বিশাল অংকের বেতন দিতে অপরাগ হওয়ায় তার আবেদনটি বাতিল করে দিয়েছে এআইএফএফ।

ভারতীয় গণমাধ্যম ‘এনডিটিভি’ জানিয়েছে, আবেদনের তালিকায় সাবেক কোচ স্টিফেন কনস্ট্যাটাইন, লিভারপুল তারকা হ্যারি কেওয়েল, ব্ল্যাকবার্ন রোভার্সের সাবেক ম্যানেজার স্টিভ কিন, ভারতের খালিদ জামিল, কিবু ভিকুনা এবং ইলকো শ্যাটোরির মতো কোচদের নাম ছিল। কিন্তু এআইএফএফের জাতীয় দলের পরিচালক সুব্রত পলের তৈরি তালিকার নীচে সবুজ চিহ্ণিত একটি নাম ছিল- জাভি হার্নান্দেজ!

আবেদনের তালিকায় স্পেন জাতীয় দলের হয়ে বিশ্বকাপজয়ী তথা দেশের হয়ে ৭০০ টিরও বেশি ম্যাচ খেলা জাভির নাম দেখে চোখ কপালে উঠেছে এআইএফএফএর টেকনিক্যাল কমিটির। জাভি তার নিজের ইমেল আইডি থেকে আবেদনপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে। তবে যোগাযোগ নম্বরের ঘরটি তিনি ফাঁকা রেখেছেন। রিপোর্ট টাইমস অব ইন্ডিয়ার।

বেশ কিছুদিন আগে দ্য অ্যাথলেটিকের সাথে এক সাক্ষাৎকারে জাভি বলেছিলেন, তিনি ‘মাঝেমধ্যে ইন্ডিয়ান ফুটবল লিগ অনুসরণ করেন। কারণ, এই লিগে অনেক স্প্যানিশ কোচ আছেন’। সূত্রমতে, উচ্চ আর্থিক ব্যয়ের কারণে টেকনিক্যাল কমিটি চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকার জন্য জাভিকে বিবেচনা করেনি। বুধবার (২৩ জুলাই) ভার্চুয়াল সভায় উপস্থিত টেকনিক্যাল কমিটির একজন সদস্য বলেন, ‘যদিও জাভি ভারতীয় ফুটবলে সত্যিই আগ্রহী ছিলেন, কিন্তু তাকে পেতে আমাদের প্রচুর অর্থের প্রয়োজন হতো।’

খেলোয়াড় হিসেবে অসাধারণ এক ক্যারিয়ার কাটিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার জাভি। স্পেন জাতীয় দলের হয়ে ২০১০ সালে জিতেছেন ফিফা বিশ্বকাপ, সঙ্গে দুটি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ শিরোপা। বার্সেলোনার জার্সিতে জিতেছেন ২৫টি শিরোপা, যার ৮টি লা লিগা এবং ৪টি চ্যাম্পিয়ন্স লিগের। কোচ হিসেবে বার্সেলোনাকে ২০২২-২৩ লা লিগা শিরোপাসহ দুটি শিরোপা জিতিয়েছেন। তবে বার্সা থেকে তার বিদায়টা সুখকর হয়নি।