ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

ফুটবলার হাকিমির বিরুদ্ধে বিচার শুরুর আহ্বান ফরাসি প্রসিকিউটরদের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ১২:৪৮ পিএম
তারকা ফুটবলার আশরাফ হাকিমি। ছবি- সংগৃহীত

পিএসজি এবং মরক্কো জাতীয় দলের তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এবার বিচার শুরুর আহ্বান জানিয়েছেন ফরাসি প্রসিকিউটররা।

শুক্রবার (২ আগস্ট) নঁতের প্রসিকিউটর অফিস থেকে এই সুপারিশ করা হয়েছে। এই সুপারিশের ফলে হাকিমির আইনি জটিলতা আরও বাড়ল।

ঘটনার সূত্রপাত ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। ওই সময় এক ২৪ বছর বয়সি নারী হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন।

অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি ওই নারীকে প্যারিসের নিজের বাসায় ডেকে নিয়ে যান হাকিমি। সে সময় হাকিমির স্ত্রী এবং সন্তানরা ছুটিতে ছিলেন।

অভিযোগকারী নারী জানান, বাসায় পৌঁছানোর পর হাকিমি তাকে জোরপূর্বক চুম্বন এবং যৌন হয়রানি করেন। এরপর তিনি তাকে ধর্ষণও করেন। কোনোমতে নিজেকে মুক্ত করে ওই নারী তার এক বন্ধুর সাহায্যে সেখান থেকে পালিয়ে যান।

যদিও তিনি আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দায়ের করতে রাজি হননি, তবুও প্রসিকিউটররা ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্ত শুরু করেন এবং শেষ পর্যন্ত হাকিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

ফরাসি প্রসিকিউটর অফিসের বিবৃতিতে বলা হয়েছে, ‘তদন্ত শেষে আমরা এই মামলাটি আদালতে পাঠানোর সুপারিশ করেছি। এখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তদন্তকারী বিচারকের।’

অভিযোগ নিয়ে হাকিমির অবস্থান ও তার ফুটবল ক্যারিয়ার

আশরাফ হাকিমি অবশ্য শুরু থেকেই তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। মাঠের বাইরে এই আইনি জটিলতা চললেও মাঠের ভেতরে তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত।

২৬ বছর বয়সি এই ফুটবলার চলতি বছরের মে মাসে ইন্টার মিলানের বিপক্ষে ফাইনালে গোল করে পিএসজিকে তাদের প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন।

পাশাপাশি ২০২২ বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সেমিফাইনালে ওঠার পেছনেও তার অবদান ছিল চোখে পড়ার মতো।