বার্সেলোনার তরুণ ফুটবল তারকা লামিন ইয়ামাল আবারও নিজের মাঠের বাইরের কর্মকাণ্ড দিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ইতালিতে ‘অনলি ফ্যানস’ মডেল ফাতি ভাসকেজের সঙ্গে ছুটি কাটানোর রেশ কাটতে না কাটতেই, এবার এক আর্জেন্টাইন মডেলের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ উঠেছে এই ১৮ বছর বয়সী তরুণের বিরুদ্ধে।
সম্প্রতি ইয়ামাল নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন, যেখানে তার গালে একটি লাল চুম্বনের দাগ স্পষ্ট দেখা যায়। এরপর ২৪ বছর বয়সী জনপ্রিয় গায়িকা নিকি নিকোল তার এক বান্ধবীর সঙ্গে তোলা ছবি পোস্ট করেন, যার গালেও ছিল একই ধরনের লিপস্টিকের চিহ্ন। শুরু হয় গুঞ্জন।
স্প্যানিশ সাংবাদিক জাভি হোয়স বিষয়টি নিয়ে আরও তথ্য প্রকাশ করেন। তার দাবি, ইয়ামালের ১৮তম জন্মদিনের পার্টিতে তাদের মধ্যে কোনো ঘনিষ্ঠতা হয়নি।
কিন্তু এরপর ২৪ জুলাই তারা একসঙ্গে সমুদ্রতটের একটি নাইটক্লাবে যান এবং সেখানে চুম্বন ও গভীর রাত পর্যন্ত একসঙ্গে ছিলেন বলে হোয়স জানান।
হোয়স এরপর সরাসরি ইয়ামাল ও নিকোলকে চ্যালেঞ্জ করে বলেন, যদি তারা সত্যিই সম্পর্কে জড়িত হন, তবে পরবর্তী কোনো ভিডিওতে একটি চোখের ইশারা দিয়ে ইঙ্গিত দিন। কাকতালীয়ভাবে এরপরই নিকি নিকোল ‘দ্য বয় ইজ মাইন’ গানে টিকটকে একটি ভিডিও পোস্ট করেন এবং শেষে ক্যামেরার দিকে তাকিয়ে চোখ টিপে দেন।
তবে ঘটনাটিতে নতুন মোড় এনে দেন কিউবান গায়িকা ও নেটপার্সোনালিটি মালু ত্রেভেহো। তিনি হোয়সের পোস্টে মন্তব্য করেন ‘এখন বুঝলাম হঠাৎ করে সে (ইয়ামাল) আমাকে আনফলো করল কেন। এখন সে মরে যাচ্ছে, হা হা।’ এ মন্তব্যের পর গুঞ্জনের মাত্রা আরও বাড়ে।
এদিকে, ইয়ামালের জন্মদিন পার্টি নিয়েও বিতর্ক চলছে। স্প্যানিশ সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে তদন্তের দাবি উঠেছে। ওই পার্টিতে 'বামনদের' দিয়ে বিনোদনের আয়োজন এবং নির্দিষ্ট স্তনের মাপের নারীদের টাকার বিনিময়ে পার্টিতে আনার অভিযোগ উঠেছে।
পার্টিতে ৫ জন অ্যাকন্ড্রোপ্লাসিয়া আক্রান্ত ব্যক্তি উপস্থিত ছিলেন বলে দাবি বিভিন্ন মিডিয়ার।
এই পার্টিতে ছিলেন বার্সেলোনার আরও কয়েকজন খেলোয়াড়, যেমন লেওয়ানডস্কি ও গাভি। ইয়ামালের বাবা মৌনির নাসরাও এই বিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে বলেন, পার্টি খুব ভালোই ছিল। এরপর সাংবাদিকদের উদ্দেশে মন্তব্য করেন ‘তোমরা নিজেরাই গিয়ে খুঁজে বের করো।’
এর আগে ফাতি ভাসকেজের সঙ্গে তার ছুটির কিছু ছবি ভাইরাল হয়, যেখানে তারা জেট স্কি রাইড, পুল পার্টি এবং হেলিকপ্টার ভ্রমণে একসঙ্গে সময় কাটান। ১২ বছরের বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও তাদের একসঙ্গে বিভিন্ন বিলাসবহুল মুহূর্ত ক্যামেরাবন্দি হয়।
তবে এরপর ইয়ামাল ইনস্টাগ্রামে নেইমারের সঙ্গে রিও ডি জেনেইরো থেকে ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘সিঙ্গেল এবং খুশি, এটাই ব্রাজিল!’
ফাতি ভাসকেজ পরে টেলিভিশনে দাবি করেন, আমি কখনও অর্থ বা সুবিধার জন্য এই সম্পর্কে জড়াইনি। আমি বহু বছর ধরে নিজের পায়ে দাঁড়িয়ে কাজ করছি, লামিন তখনও পরিচিত মুখ ছিল না। তবে তিনি এই বলে বিস্ময় প্রকাশ করেন, আমার থাকার আগে আরও একজন মেয়ে ওখানে ছিলেন— এটা জেনে আমি অবাক হয়েছি।
বার্সেলোনার অভ্যন্তরীণ সূত্র জানায়, ইয়ামালের সাম্প্রতিক কর্মকাণ্ডে ক্লাব কর্তৃপক্ষ ‘গভীরভাবে উদ্বিগ্ন’। মাঠের বাইরের এই বিতর্ক তার ক্যারিয়ার ও বার্সেলোনার ভাবমূর্তিতে প্রভাব ফেলছে বলে মনে করছেন অনেকে।
আপনার মতামত লিখুন :