বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে নতুন বাড়ি নির্মাণ করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (৯ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
রাঙামাটির প্রত্যন্ত এলাকায় ঋতুপর্ণার পুরোনো বাড়িটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বাবা ও একমাত্র ভাইকে হারানোর পর সংসারের দায়িত্ব পুরোপুরি তার কাঁধেই।
মায়ের চিকিৎসা ব্যয়ও নিয়মিত তাকেই বহন করতে হয়। সব মিলিয়ে এতদিন পুরোনো বাড়ি সংস্কার বা নতুন করে নির্মাণ করা হয়নি।
নারী ফুটবল দলের সাফল্যে বড় অবদান রেখেছেন ঋতুপর্ণা। তার গোলে ২০২৪ সালে বাংলাদেশ জিতেছিল সাফ চ্যাম্পিয়নশিপ।
চলতি বছরের জুলাইয়ে মিয়ানমারের বিপক্ষে তার জোড়া গোলই নিশ্চিত করেছে বাংলাদেশের ইতিহাসের প্রথম এশিয়া কাপ ফুটবল খেলা।
আপনার মতামত লিখুন :