বাংলাদেশের তারকা নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার জীবনে গতকালটা ছিল অন্যতম স্মরণীয় দিন। বর্ষসেরা ক্রীড়াবিদের ট্রফি জেতার পরই তিনি পেয়েছেন আরও একটি সুখবর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার জন্য একটি নতুন বাড়ি তৈরি করে দেওয়ার দায়িত্ব নিয়েছে। বিসিবির এই ঘোষণায় ঋতুপর্ণা নিজেও বেশ অবাক। রাতে বাফুফের ক্যাম্পে থাকার সময় তিনি হঠাৎ খবরটি পান।
খবরটি শুনে তিনি বলেন, খবরটি শুনে আমি খুবই অবাক হয়েছি। আমাকে এমনভাবে পাশে দাঁড়ানোর জন্য আমি বিসিবিকে ধন্যবাদ জানাই। বিসিবি সভাপতিসহ সবার প্রতি আমি কৃতজ্ঞ।
ঋতুপর্ণার বাড়ি রাঙামাটি জেলার মঘাছড়ি গ্রামে, যা অনেকটাই দুর্গম। যাতায়াতের সমস্যার কারণে ঋতুপর্ণা বর্তমান বাড়ির বদলে নতুন জায়গায় বাড়ি তৈরির অনুরোধ করেছেন।
তিনি বলেন, ‘আমরা এখন যে জায়গায় থাকি সেটা অনেক ভেতরে। আমার পরিবারের যাতায়াতের সমস্যা হয়। আমি যে নতুন জায়গাটি পেয়েছি, সেখানে যদি বিসিবি বাড়ি করে দেয়, তাহলে আমার পরিবারের জন্য খুব ভালো হবে।’
২০২২ সালে সরকার ঋতুপর্ণাকে যে ১২ শতাংশ জমি দিয়েছিল, সেটির রেজিস্ট্রেশন নিয়ে কিছু জটিলতা আছে। তার নামে এখনো কাগজপত্র হয়নি।
এ নিয়ে তিনি বলেন, ‘জায়গার বাউন্ডারি আমি দিয়েছি, কিন্তু এখনো আমার নামে রেজিস্ট্রি হয়নি। ভুটান লিগ খেলতে যাওয়ার আগেও আমি যোগাযোগ করে কাগজপত্র দিয়েছিলাম।’
ঋতুপর্ণা চান, নতুন জায়গায় বিসিবির সহায়তায় বাড়ি হোক। তিনি তিন বছর ধরে চলা এই জটিলতা দ্রুত নিরসনের জন্য সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করেছেন।
তিনি বলেন, ‘আমার জায়গার বিষয়টি দ্রুত নিষ্পত্তি হলে বিসিবি সেখানে বাড়ি করে দিলে আমি পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারব।’