শক্তি ও র্যাঙ্কিংয়ের বিচারে বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে দক্ষিণ কোরিয়া। তবে মাঠের লড়াইয়ে প্রকাশ পায়নি সে পার্থক্য। বরং শুরুতে লিড তুলে নিয়েছিল পিটার বাটলারের শিষ্যরা।
যদিও চার মিনিটের ব্যবধানে গোল হজম করে সমতায় প্রথমার্ধ শেষ করতে হয়েছে লাল সবুজদের।
এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ রোববার (১০ আগস্ট) বাংলাদেশ সময় তিনটায় শুরু হয় খেলাটি।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথমার্ধের খেলা শেষে ১-১ সমতা নিয়ে মাঠ ছেড়েছে দুদল।
এদিন বাংলাদেশের মেয়েরা গোলের দেখা পেয়ে যায় ম্যাচের ১৫তম মিনিটে। দলকে আনন্দের উপলক্ষ্যটা এনে দেন তৃষ্ণা। শান্তি মারদির বাড়ানো বল বক্সের বাইরে পেয়ে প্রতিপক্ষ বিপদসীমায় ঢোকেন মোসাম্মৎ সাগরিকা।
তার শট দক্ষিণ কোরিয়া গোলরক্ষক ঠেকিয়ে দেন। তবে ফিরতি সুযোগটা পেয়ে যান তৃষ্ণা। অপ্রস্তুত গোলরক্ষককে ফাঁকি দিতে তার কোনো সমস্যাই হয়নি। বলটা তিনি জড়িয়ে দেন জালে।
সে গোল কোরিয়ানরা শোধ করেছে ম্যাচের ১৯তম মিনিটে। বাম পাশ থেকে ভেসে আসা ক্রস ঠেকাতে গোলপোস্ট ছেড়ে বেরিয়ে আসেন বাংলাদেশ গোলরক্ষক স্বর্ণা রাণী মণ্ডল। তাকে ফাঁকি দিয়ে গোলটা করেন লি হায়ুন।
এরপর দুই দলই গোলের চেষ্টা করেছে বটে। তবে গোলের দেখা আর পায়নি। ফলে প্রথমার্ধ ১-১ সমতায় থেকে শেষ হয়।
আপনার মতামত লিখুন :