ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

শেষ ম্যাচে মাঠে নেমে কাঁদলেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৬:২৭ এএম
লিওনেল মেসি ও তার তিন ছেলে। ছবি: সংগৃহীত

এস্তাদিও মনিউমেন্তালের গ্যালারিভর্তি দর্শকের সামনে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এক আবেগঘন মুহূর্তে দেখা গেল লিওনেল মেসিকে। আর্জেন্টিনার জার্সিতে দেশের মাটিতে শেষ অফিসিয়াল ম্যাচ খেলছেন তিনি।

এই ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই আবেগের ঢেউ যেন আছড়ে পড়ছিল মেসি এবং আর্জেন্টিনার সমর্থকদের ওপর। ম্যাচের আগে ওয়ার্ম-আপের সময় সেই আবেগ ছুঁয়ে যায় খোদ মেসিকেও।

মাঠে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই দর্শকরা করতালিতে মেসিকে স্বাগত জানায়। গা গরম করার সময় নিজের আবেগ লুকাতে পারেননি তিনি। চোখ ছলছল করছিল মেসির।

ম্যাচের ঠিক আগে তিন ছেলে থিয়াগো, মাতেও এবং সিরোকে সঙ্গে নিয়ে মাঠে প্রবেশ করেন তিনি। গ্যালারির ভিআইপি বক্সে তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং পরিবারের অন্য সদস্যরা এই দৃশ্য দেখছিলেন।

জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা ও সর্বাধিক ১৯৩ ম্যাচ খেলা মেসি এভাবেই নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ অধ্যায় লিখছেন।

আর্জেন্টিনার জার্সিতে দুই দশকের পথচলায় তিনি জিতেছেন কাতার বিশ্বকাপ ২০২২, কোপা আমেরিকা ২০২১ ও ২০২৪, এবং ফিনালিসিমা ২০২২।

ভেনেজুয়েলার বিপক্ষে এই ম্যাচের পর আর্জেন্টিনা আগামী ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে শেষ বাছাই ম্যাচ খেলবে। আর্জেন্টিনা ইতিমধ্যেই প্রথম স্থান নিশ্চিত করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

তবে এখানেই থেমে নেই মেসির ফুটবল যাত্রা। আগামী অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ রয়েছে।

এছাড়াও, ২০২৬ সালে ফিনালিসিমা এবং যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপেও তার খেলার সম্ভাবনা রয়েছে।