বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন দলের কোচ লিওনেল স্কালোনি ইঙ্গিত দিয়েছেন যে ভেনেজুয়েলার বিপক্ষে শুরুর একাদশে না থাকা বেশ কিছু খেলোয়াড় ইকুয়েডরের বিপক্ষে মূল একাদশে থাকতে পারেন।
খেলোয়াড়দের পরীক্ষা-নিরীক্ষা করলেও জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না স্কালোনি। ভেনেজুয়েলার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামা লাউতারো মার্টিনেজকে ইকুয়েডর ম্যাচে শুরু থেকে দেখা যেতে পারে।
পুরোপুরি ফিট না থাকায় ভেনেজুয়েলা ম্যাচে খেলতে না পারা মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারও শুরুর একাদশে থাকতে পারেন।
বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি আগেই জানিয়েছেন তিনি ইকুয়েডরের বিপক্ষে খেলবেন না, তাই স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার আক্রমণভাগে পরিবর্তন আসছে।
ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে নিকোলাস পাজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুনোকে ইকুয়েডর ম্যাচে একাদশে নাও দেখা যেতে পারে।
আক্রমণভাগে লাউতারোর সঙ্গে জুলিয়ান আলভারেজকে দেখা যেতে পারে। ভেনেজুয়েলার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামার পর গোল করেছিলেন লাউতারো। চোট কাটিয়ে ফিরলেও ভ্রমণজনিত ক্লান্তি থাকার কারণে আগের ম্যাচে মাঠে নামেননি ম্যাক অ্যালিস্টার।
আর্জেন্টিনার রক্ষণভাগে একটি পরিবর্তন নিশ্চিত। টানা দুই ম্যাচে দুটি হলুদ কার্ড পাওয়ায় ক্রিস্টিয়ান রোমেরো এই ম্যাচে নিষিদ্ধ। তার পরিবর্তে লিওনার্দো বালের্দিকে মাঠে নামার সম্ভাবনা সবচেয়ে বেশি।
এছাড়া, নিকোলাস গঞ্জালেসকেও শুরুর একাদশে দেখা যেতে পারে। স্কালোনির ভরসার খেলোয়াড় হওয়ায় বাছাইপর্বের শেষ ম্যাচে তার খেলার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন