ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ইকুয়েডরের কাছে হেরে বিশ্বকাপ বাছাই শেষ করল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০১:০৪ পিএম
ইকুয়েডরের কাছে ১-০ গোলে হেরেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ছবি- সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে ১-০ গোলে হেরেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার ভোরে অনুষ্ঠিত এই ম্যাচে ইকুয়েডরের হয়ে একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড এনার ভ্যালেন্সিয়া।

এই পরাজয়ের মধ্য দিয়ে এবারের বাছাইপর্বে চতুর্থ হারের স্বাদ পেল আর্জেন্টিনা।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এই ম্যাচে দলের নিয়মিত খেলোয়াড় লিওনেল মেসিকে বিশ্রাম দেন। ভেনেজুয়েলার বিপক্ষে শেষ ম্যাচের একাদশে পাঁচটি পরিবর্তন এনেছিলেন কোচ, যা দলের শেষটা ভালোভাবে করার একটি প্রচেষ্টা ছিল। 

তবে ম্যাচের ৩১ মিনিটে ধাক্কা খায় আর্জেন্টিনা। দলের অধিনায়ক নিকোলাস ওতামেন্দি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ১৩ মিনিটে পেনাল্টি পায় ইকুয়েডর। সেই সুযোগ কাজে লাগিয়ে এনার ভ্যালেন্সিয়া গোল করলে ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। পিছিয়ে থেকে এবং একজন কম নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ইকুয়েডরের খেলোয়াড় মইসেস কাইসেদোও বাজে ফাউলের কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে দুই দলই ১০ জনে পরিণত হয়। কিন্তু এই সুবিধা কাজে লাগাতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। 

লাউতারো মার্তিনেজ, নিকো গনজালেজ এবং ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোরা পুরো ম্যাচে গোলের জন্য একটিও শট নিতে পারেননি। এর ফলে ছয় ম্যাচ পর হারের তেতো স্বাদ নিয়েই বাছাইপর্ব শেষ করল আর্জেন্টিনা।