ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডকে উড়িয়ে দিলো সিটি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০১:৪৬ পিএম
ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে হারাল পেপ গার্দিওলার দল। ছবি- সংগৃহীত

আবারও প্রমাণ হলো, কেন ম্যানচেস্টার সিটি বর্তমানে প্রিমিয়ার লিগের শক্তিশালী দল। রোববার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত ম্যানচেস্টার ডার্বিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে দিলো পেপ গার্দিওলার দল।

এই জয়ে দলের প্রধান নায়ক ছিলেন আর্লিং হালান্ড, যিনি একাই করলেন দুটি গোল।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছিল সিটি। ইউনাইটেডের রক্ষণভাগকে চাপে রেখে একের পর এক আক্রমণ সাজিয়েছেন ফিল ফোডেন, জেরেমি ডকু ও হালান্ডরা।

ফল আসে ১৮তম মিনিটেই। জেরেমি ডকুর নিখুঁত ক্রস থেকে দারুণ হেডে গোল করে দলকে এগিয়ে দেন ফিল ফোডেন। মৌসুমে এই প্রথমবার তিনি একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় সিটি। ভয়ংকর রূপে দেখা দেন নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড। ৫৩তম মিনিটে ডকুর পাস থেকে চিপ শটে ইউনাইটেড গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান ২-০ করেন তিনি।

এরপর ৬৮তম মিনিটে বার্নার্দো সিলভার অসাধারণ থ্রু বল ধরে মাঝমাঠ থেকে একাই বল নিয়ে ছুটে যান হালান্ড। ইউনাইটেড ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ারকে পেছনে ফেলে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি।

এই জয়ে ম্যানচেস্টার সিটি পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে উঠে এসেছে। অন্যদিকে, ঘরের মাঠে এমন বাজে পারফরম্যান্স ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য মৌসুমের শুরুটা আরও হতাশাজনক করে তুলল।