ব্রাজিলিয়ান লিগে অ্যাটলেটিকো মিনিরোর সঙ্গে আজ এক উত্তেজনাময় ম্যাচে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছেন ফুটবল তারকা নেইমার। মিনেইরাও স্টেডিয়ামে খেলা চলাকালীন প্রতিপক্ষ দলের এক ডিফেন্ডারের সঙ্গে শারীরিক সংঘাতে জড়িয়ে পড়েন তিনি।
ঘটনার সূত্রপাত হয় যখন মিনিরোর এক ডিফেন্ডার নেইমারের জার্সি ধরে টানেন এবং তার গলা চেপে ধরেন। এর প্রতিক্রিয়ায় দ্রুত মেজাজ হারিয়ে নেইমার তাকে ধাক্কা মারেন।
ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘটনার পর নেইমার এবং ওই ডিফেন্ডার একে অপরের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তাকিয়ে থাকেন। এরপর তাদের সতীর্থরা পরিস্থিতি শান্ত করার জন্য এগিয়ে এলে নেইমারের চোখেমুখে স্পষ্টতই ক্ষোভ ও হতাশা দেখা যায়।
তিনি বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে নিজের অসন্তোষ প্রকাশ করেন, কিন্তু আশ্চর্যের বিষয়, রেফারি তাকে কোনো হলুদ বা লাল কার্ড দেখাননি।
আক্রমণের পর নেইমার মাঠের বাইরে এসে চিকিৎসা নেন, তবে দ্রুতই সুস্থ হয়ে খেলায় ফিরে আসেন। সাম্প্রতিক সময়ে ঘন ঘন ইনজুরির কারণে ফিজিওরুমে সময় কাটানোর পরও তার এই দ্রুত মাঠে ফেরা অনেককে অবাক করেছে।
ম্যাচ শেষে নেইমার তার ক্ষোভ কেবল মাঠেই সীমাবদ্ধ রাখেননি। সামাজিক মাধ্যমেও তিনি খেলার মাঠের পরিবেশ নিয়ে তার অসন্তোষ প্রকাশ করেন।
৩৩ বছর বয়সী এই তারকা তার পোস্টে লিখেন, ‘প্রমাণিত... কৃত্রিম (সিন্থেটিক) মাঠ খুব বাজে!’