দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এক যুগেরও বেশি সময় ধরে বিপিএল নামেই পরিচিতি ছিল এই লিগের। কিন্তু একযুগ পর সেই বিপিএল থেকে বদলে নামকরণ করা হয়েছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জরুরী নির্বাহী কমিটির সভা এবং এরপর ক্লাবগুলোর সঙ্গে আলোচনার পর এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের দাবি ছিল লিগের নাম বদলের। কারণ, দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল-এর সঙ্গে নাম মিলে যাওয়ায় ইন্টারনেটে সার্চ করতে গিয়ে প্রায়ই বিভ্রান্তি তৈরি হতো।
এ ছাড়া ঘরোয়া ফুটবল লিগকে নতুনভাবে ব্র্যান্ডিং করতেই এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে বাফুফে।
এদিকে, বাফুফের পেশাদার লিগ কমিটি বেশ কিছুদিন ধরেই নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে কাজ করছিল। বুধবারের নির্বাহী সভায় নানা আলোচনার পর ক্লাবগুলোর প্রতিনিধিদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়।
এ বিষয় নিয়ে লিগ কমিটি ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসে। সেখানে সবার মতামতের ভিত্তিতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) নামটিকে চূড়ান্ত অনুমোদন দেন।
এর আগে, ২০০৭ সালে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) চাপে বাফুফে যখন পেশাদার লিগ শুরু করে, তখন এর নাম ছিল 'বি লিগ'।
তবে বহির্বিশ্বে 'বি লিগ' বলতে দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা বোঝানোয়, ২০০৮ সালে কাজী সালাউদ্দিন বাফুফে সভাপতি হওয়ার পর নাম সম্প্রসারণ করে করা হয় 'বাংলাদেশ লিগ'।
এরপর ২০১১ সালে আবারও নাম পরিবর্তন করে এটিকে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ করা হয়। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এই নামেই দেশের শীর্ষ লিগ পরিচালিত হয়ে আসছিল।
তবে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া নতুন মৌসুমের লিগ যাত্রা করবে তার নতুন পরিচয়ে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) হিসেবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন