উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ রাতে ফ্রান্সের স্টেড লুইতে এএস মোনাকোর বিপক্ষে মাঠে নামার আগে সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলা।
তিনি বলেন, বাইরে কে কী ভাবছে তাতে তার দলের বিন্দুমাত্র মাথাব্যথা নেই, বরং মাঠে নিজেদের পারফরম্যান্সই আসল।
গার্দিওলার সিটি চলতি মৌসুমে ধীরগতিতে শুরু করলেও সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতির পর থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড, নাপোলি, হাডার্সফিল্ড ও বার্নলির বিপক্ষে টানা জয়ে নিজেদের সেরা ছন্দে ফিরেছে তারা।
সর্বশেষ ম্যাচে প্রাক্তন সিটি ডিফেন্ডার কাইল ওয়াকারের বার্নলিকে ৫-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে এরলিং হালান্ডের নেতৃত্বাধীন দলটি।
মোনাকো ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ‘মানুষ কী ভাবছে তা নিয়ে আমার বিন্দুমাত্র মাথাব্যথা নেই। মাঠে কী করছি সেটাই গুরুত্বপূর্ণ। আমরা যদি ভালো খেলি, তবেই ফেভারিট হব। এখনো উন্নতির জায়গা আছে এবং সেটাই আমাদের লক্ষ্য।’