ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে এক বিতর্কের জন্ম দিলেন এভারটন মিডফিল্ডার ইদ্রিসা গুয়ে। ম্যাচের মাত্র ১৩তম মিনিটে নিজ সতীর্থ মাইকেল কিনের মুখে চড় মারায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এই সেনেগালিজ ফুটবলারকে।
ম্যাচটি তখনো গোলশূন্য, ব্রুনো ফার্নান্দেসের একটি প্রচেষ্টা বাইরে যাওয়ার পর হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে এভারটন শিবিরে। ধারণা করা হচ্ছে, প্রতিরক্ষায় বল ঠিকভাবে ক্লিয়ার করতে না পারাকে কেন্দ্র করেই শুরু হয় ধাক্কাধাক্কি।
কিন দুবার গুয়েকে সরিয়ে দেওয়ার পর আচমকাই তাকে চড় মেরে বসেন গুয়ে। ঘটনাস্থলে ছুটে এসে দুজনকে আলাদা করেন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। রেফারি টনি হ্যারিংটন পুরো ঘটনা সামনাসামনি দেখে তৎক্ষণাৎ লাল কার্ড দেখান। পরে ভিএআরের নিশ্চিতকরণও আসে—এ আচরণ স্পষ্ট সহিংসতারই শামিল।
ঘটনার পর ম্যাচ শেষে ড্রেসিংরুমে দাঁড়িয়ে সতীর্থদের কাছে ক্ষমা চান গুয়ে। পরে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এটা আমার চরিত্র নয়… আর কখনো এমন হবে না।
ডেভিড মোয়েস জানান, সতীর্থদের সামনে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করায় দল তাকে হাততালি দিয়ে সমর্থন জানিয়েছে। তবে ইউনাইটেড কোচ রুবেন আমোরিম মনে করেন, এটি লাল কার্ডের মতো বড় অপরাধ ছিল না। তার মতে, সতীর্থদের মধ্যে উত্তেজনা হতেই পারে।
অপটা পরিসংখ্যান বলছে, ২০০০-০১ মৌসুমের পর এই নিয়ে তৃতীয়বার কোনো খেলোয়াড় প্রিমিয়ার লিগে নিজের সহখেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে লাল কার্ড দেখলেন। এর আগে বাউয়ার–ডায়ার (২০০৫) এবং ফুলার–গ্রিফিন (২০০৮) ঘটনা নজির হিসেবে রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন