ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন কুরিয়ার সার্ভিসের পণ্যের স্তূপ থেকে ছড়িয়েছিল বলে জানিয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে বলা হয়, ঘটনাটির সঙ্গে নাশকতার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে একই দিন তদন্ত কমিটি তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করে।
প্রেস সচিব জানান, প্রতিবেদনে আগুন লাগার কারণ, কীভাবে আগুন ছড়িয়েছে এবং মোট ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে—বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই কুরিয়ার সার্ভিসের পণ্য রাখা স্থানে প্রথম আগুন লাগে, যা দ্রুত ছড়িয়ে পড়ে।
গত ১৮ অক্টোবর শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৭ ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকে। এতে বিপুল পরিমাণ আমদানি পণ্য পুড়ে যায়। ব্যবসায়ীদের দাবি, ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১২ হাজার কোটি টাকা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন