আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় গড়াতে চলেছে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ। শুক্রবার রাতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গ্রুপপর্বের ড্র। একদিন পর শনিবার সূচি প্রকাশ করেছে ফিফা।
২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘এল’-এ খেলবে ইংল্যান্ড। কেন হ্যারি কেইনের দল গ্রুপপর্বে পেয়েছে ইউরোপের শক্তিশালী ক্রোয়েশিয়া, আফ্রিকার ঘানা এবং মধ্য আমেরিকার পানামাকে।
সূচি অনুযায়ী, ইংল্যান্ড তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আগামী ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে। যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ। বোস্টন ও নিউ জার্সিতে পরের দুটি ম্যাচ খেলবে ইংলিশরা।
ইংল্যান্ডের গ্রুপপর্বের ম্যাচসূচি (যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী)
১৭ জুন: ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া – ডালাস (বিকেল ৪টা)
২৩ জুন: ইংল্যান্ড বনাম ঘানা – বোস্টন (বিকেল ৪টা)
২৭ জুন: ইংল্যান্ড বনাম পানামা – নিউ জার্সি (বিকেল ৫টা)


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন