ঢাকা রবিবার, ১১ মে, ২০২৫

এশিয়ান দাবায় চমক দেখাচ্ছেন বাংলাদেশের নীড়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৭:১৫ পিএম
মনন রেজা নীড়। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আল আইনে অনুষ্ঠিত এশিয়ান ব্যক্তিগত দাবা চ্যাম্পিয়নশিপে দারুণ ফর্মে রয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। 

আজ শনিবার (১০ মে) চতুর্থ রাউন্ডে তিনি কাজাখস্তানের শক্তিশালী গ্র্যান্ডমাস্টার মাখনেভ ডেনিসকে রুখে দিতে সক্ষম হয়েছেন।

টুর্নামেন্টের শুরু থেকেই চমক দেখাচ্ছেন নীড়। প্রথম রাউন্ডে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারকে পরাজিত করার পর, দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে কাজাখস্তান ও ভারতের দুই আন্তর্জাতিক মাস্টারের সঙ্গে ড্র করেন তিনি। 

চতুর্থ রাউন্ডে  কাজাখস্তানের গ্র্যান্ডমাস্টারকে রুখে  ফের আরেকবার নিজের জাত চিনিয়েছেন এই তরুণ দাবাড়ু।

চার রাউন্ড শেষে নীড়ের বর্তমান পারফরম্যান্স রেটিং ২৬২৮। নয় রাউন্ডের এই প্রতিযোগিতায় বাকি পাঁচ রাউন্ডে ২৬০০-এর বেশি পারফরম্যান্স ধরে রাখতে পারলে গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জনের হাতছানি রয়েছে তার সামনে।