ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪

বিপিএলে দল পাননি দেশের যে তারকারা

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৮:৩৮ পিএম

বিপিএলে দল পাননি দেশের যে তারকারা

ছবি: রূপালী বাংলাদেশ

গত বছরের মতো এবারও বিপিএলে অংশ নেবে ৭টি ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে নাম ও মালিকানা বদল হয়েছে তিনটির—ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর। এর মধ্যে ঢাকা খেলবে ঢাকা ক্যাপিটালস নামে, চট্টগ্রাম খেলবে চিটাগং কিংস নামে। এবার নতুন সংযোজন হয়েছে দুর্বার রাজশাহী। এবার অংশ নিচ্ছে না কুমিল্লা ভিক্টোরিয়ানস।

বিপিএল ২০২৫ আসর শুরু হবে চলতি বছরের শেষ দিকে। তার আগে ৭ ফ্র্যাঞ্চাইজি দল গুছিয়ে নিয়েছে আজকের প্লেয়ার্স ড্রাফট থেকে। সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল ১১টা থেকে শুরু হয়েছে ড্রাফটের কার্যক্রম। দেখে নিব আজকের ড্রাফটে কোন দল কাকে দেলে ভিড়িয়েছেন।

তবে প্লেয়ার্স ড্রাফটে সাত ফ্র্যাঞ্চাইজির কাছে উপেক্ষিত থেকেছেন দেশের একাধিক তারকা ক্রিকেটার। যে তালিকায় আছেন মোসাদ্দেক হোসেন সৈকত, মুমিনুল হক, রুবেল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাসুম আহমেদ ও শুভাগত হোমরা।

সাম্প্রতিক সময়ে জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন মোসাদ্দেক হোসেন। গত আসরেও ঢাকা ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বে ছিলেন দেশের হয়ে ৮০ আন্তর্জাতিক ম্যাচ খেলা এ অলরাউন্ডার। চলতি বছরই তার নেতৃত্বে ডিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। বল-ব্যাট হাতে পারফরম্যান্সটাও খারাপ না। কিন্তু এরপরও কোনো ফ্র্যাঞ্চাইজি এবার তাকে দলে ভেড়ায়নি।

মোসাদ্দেকের মতো গত আসরে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দেয়া শুভাগত হোমও এবার দল পাননি।  অন্যদিকে গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলা মুমিনুল হকও পাননি দল। ৩৩ বছর বয়সি এ টপ অর্ডার ব্যাটারকে অবশ্য টেস্ট স্পেশালিস্ট হিসেবেই বিবেচনা করা হয়। তাই হয়তো ফ্র্যাঞ্চাইজিদের সুনজরে পড়েননি।

কিন্তু নাসুম আহমেদ ও নাজমুল অপুদের মতো স্পিনারদের দল না পাওয়াটা অপ্রত্যাশিত। বিপিএলের সবগুলো আসরেই তারা নিয়মিত পারফরম্যান্স করে গেছেন। জাতীয় দলেও যখন সুযোগ পেয়েছেন, দ্যুতি ছড়িয়েছেন। গত আসরে নাসুম খুলনা টাইগার্স আর নাজমুল অপু খেলেছিলেন সিলেট স্ট্রাইকার্সে।

একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফটে অবিক্রীত থেকেছেন এক সময় তিন সংস্করণেই জাতীয় দলের অটো চয়েজ থাকা রুবেল হোসেন। ডানহাতি এই পেসার এখন জাতীয় দলের বাইরে। তবে ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছেন। গত বছর খুলনা টাইগার্সে খেলা এ পেসারকে এবার দলে ভেড়ায়নি কেউই।

এদিন ফ্র্যাঞ্চাইজিদের ‍সুনজরে পড়েননি ফজলে মাহমুদ রাব্বি, আমিনুল ইসলাম বিপ্লব, সাদমান ইসলাম, মেহেদী হাসান রানা, শফিকুল ইসলাম, কাজী অনিক, সাকলায়েন সজীব, সুমন খান, মুক্তার আলী, শামসুর রহমান, সোহাগ গাজি, ফরহাদ রেজারাও।

যদিও এখনো সুযোগ আছে তাদের দলে ভেড়ানোর। কোনো ফ্রাঞ্চাইজি চাইলেই ভিত্তিমূল্য অনুযায়ী দলে টানতে পারে তাদের।

বিপিএলের এবারের আসরে তিনটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হয়েছে। থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স, নতুন যোগ দিয়েছে দুর্বার রাজশাহী। এছাড়া নতুন ফ্র্যাঞ্চাইজির মধ্যে আছে ঢাকা ক্যাপিটালস ও চিটাগং কিংস। সব ঠিকঠাক থাকলে বিপিএলের ১১তম আসর শুরু হবে আগামী ২৭ ডিসেম্বর।

আরবি/এফআই

Link copied!