গাজা অভিযানে অস্বীকৃতি, ৪ ইসরায়েলি সেনার জেল
অক্টোবর ২, ২০২৫, ০৭:০৫ পিএম
অবরুদ্ধ গাজায় ‘বিপজ্জনক মিশন’ পরিচালনা করতে অস্বীকৃতি জানানোয় চার সৈন্যকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ইসরায়েল। তারা নাহাল ব্রিগেডের সৈন্য। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি চ্যানেল ১০ জানিয়েছে, সৈন্যদের ওপর নির্দেশনা ছিল, ইঞ্জিনিয়ারিং সরঞ্জাম অপসারণে নিয়োজিত বেসামরিক কর্মীদের প্রকাশ্য, অরক্ষিত পথে বর্মবিহীন যানবাহনে এসকর্ট করা। তারা চেয়েছিলেন রাতের মিশনের...