বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। যা ধীরে ধীরে আরও ঘনীভূত হতে পারে বলে এক পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২৮ মে) এক সতর্ক বার্তায় এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
সতর্ক বার্তায় জানানো হয়েছে, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান বলেন, লঘুচাপটি একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও শক্তি সঞ্চয় করতে পারে। ফলে সমুদ্রবন্দর, উপকূলীয় জেলা এবং তার কাছাকাছি এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ ছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতির আরও অবনতি হলে সংকেত বাড়ানো হতে পারে। তাই সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

 
                            -20250528113018.jpg) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন