ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

৩ বিভাগে অতি ভারি বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ১১:০২ এএম
ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের শঙ্কা। ছবি- সংগৃহীত

সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তর এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও অতি ভারি বর্ষণ (৮৮ মিমি-এর বেশি/২৪ ঘণ্টা) হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এবং কক্সবাজার জেলার পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে অধিদপ্তর।

অধিদপ্তর আরও জানিয়েছে, টানা ভারি বর্ষণের ফলে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, সক্রিয় মৌসুমি বায়ুর ফলে বৃষ্টির প্রবণতা বাড়ছে, যা পরবর্তী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। তাই সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।