ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

ঢাকায় শীতের আমেজ, তাপমাত্রা নামল ১৯ ডিগ্রিতে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০৯:০৮ এএম
ছবি- সংগৃহীত

রাজধানী ঢাকায় এখন শীতের হালকা পরশ অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রাগুলোর একটি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টার সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, সর্বশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে রাত ও দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন আসবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, নভেম্বর থেকে দেশের উত্তরাঞ্চলে ধীরে ধীরে শীত নামতে শুরু করে, যার প্রভাব কয়েকদিনের মধ্যেই রাজধানীতেও স্পষ্টভাবে অনুভূত হয়। বৃহস্পতিবার সকালে ঢাকার তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় শহরজুড়ে শীতের আমেজ অনুভব করছেন অনেকেই।